US Open 2025: ইয়ানিক সিনারকে হারিয়ে দ্বিতীয়বার ইউএস ওপেন জয় আলকারাজের

বিয়র্ন বোর্গের পর দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাত্র ২২ বছর বয়সে ছ’টি গ্র্যান্ড স্ল্যাম মালিক হলেন স্প্যানিশ তারকা।

September 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩২: ইউএস ওপেন ফাইনালে (US Open Final) ইয়ানিক সিনারকে হারালেন কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। দাপটের সঙ্গে খেলে একতরফা জয় ছিনিয়ে নিলেন আলকারাজ। সিনারকে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বার ইউএস ওপেন চ্যাম্পিয়ন হলেন তিনি। সিনারকে হারিয়ে ২০২৩-র সেপ্টেম্বরের পর আবারও শীর্ষস্থান ফিরে পেলেন আলকারাজ।

উল্লেখ্য, বিয়র্ন বোর্গের পর দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাত্র ২২ বছর বয়সে ছ’টি গ্র্যান্ড স্ল্যাম মালিক হলেন স্প্যানিশ তারকা। দু’বার ইউএস ওপেন, পাশাপাশি জোড়া ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জিতেছেন আলকারাজ।

খেলার শুরু থেকে দাপট দেখাতে শুরু করেন আলকারেজ। প্রথম সেটে ৬-২ ব্যবধানে উড়িয়ে দেন সিনারকে। দ্বিতীয় সেটে সিনার ৬-৩ ব্যবধানে জেতেন। কিন্তু তৃতীয় এবং চতুর্থ সেট ৬-১, ৬-৪ ব্যবধানে জিতে নেন আলকারাজ। টানা তিনটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ‘সিন-কারাজ’ দ্বৈরথের সাক্ষী থাকল টেনিস দুনিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen