ফুটবলে বাংলার জয়জয়কার, চার ট্রফিই এল কলকাতার ময়দানে

সব মিলিয়ে কলকাতার তাঁবুতেই ঢুকছে একের পর এক ট্রফি।

April 16, 2024 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
ফুটবলে বাংলার জয়জয়াকার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৩-‘২৪ মরশুমে ডুরান্ড কাপ, আই লিগ, সুপার কাপ এবং আইএসএলের লিগ শিল্ড, ভারতীয় ফুটবলের অন্যতম সেরা চার ট্রফি এল কলকাতায়। কলকাতা ময়দানের তিন প্রধান কার্যত দাপিয়ে রাজত্ব করছে ভারতীয় ফুটবলে।

সোমবার মুম্বইকে হারিয়ে আইএসএলের লিগ শিল্ড জিতেছে মোহনবাগান।

লিগ শিল্ড জয়ী মোহনবাগান

ক’দিন আগেই আই লিগ ঘরে তুলেছে মহামেডান স্পোটিং।

আই লিগ চ্যাম্পিয়ন মহামেডান স্পোটিং

গত বছর সুপার কাপ জিতেছিল ইস্টবেঙ্গল।

সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

পাশাপাশি ২০২৩ শেই ডুরান্ড কাপ জিতেছিল বাগান।

ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান

সব মিলিয়ে কলকাতার তাঁবুতেই ঢুকছে একের পর এক ট্রফি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen