কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ
কাঁথি-১ ব্লকের হৈপুর মোড় থেকে তালতলা মোড় পর্যন্ত বিজেপি বাইক র্যালি করায় আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ উঠেছে
April 28, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নির্বাচনী বিধিভঙ্গ করে বাইক মিছিল করার অভিযোগ কাঁথির (Kanthi) বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর (Soumendu Adhikari) বিরুদ্ধে। কাঁথি-১ ব্লকের হৈপুর মোড় থেকে তালতলা মোড় পর্যন্ত বিজেপি বাইক র্যালি করায় আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। কাঁথি থানার তরফে সৌমেন্দু সহ চারজনের নামে মামলা রুজু করা হয়।
পুলিসের অভিযোগ, ২৫ এপ্রিল বিজেপি (BJP) প্রার্থী হৈপুর এলাকায় স্থানীয় মন্দিরে পুজো দেন। তারপর ৪০-৫০টি বাইক দলীয় পতাকা বেঁধে হাজির হয়। কর্তব্যরত পুলিস বাইকবাহিনীকে বারবার সতর্ক করলেও তারা কর্ণপাত করেনি। আদর্শ আচরণবিধি ভেঙে তারা প্রায় ১২কিমি বাইক র্যালি করে।