ভিন রাজ্যে বাঙালি ‘হেনস্তা’র অভিযোগের রেশ আছড়ে পড়েছে আন্তর্জাতিক মহলেও, জানালেন মুখ্যমন্ত্রী
প্রসঙ্গত, দিন কয়েক ধরে বাংলার বাইরের রাজ্যগুলিতে কর্মরত পরিযায়ী শ্রমিকরা বাংলায় কথা বললেই তাঁদের অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বলে বারবার অভিযোগ উঠছে।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫০: ভিন রাজ্যে বাঙালি ‘হেনস্তা’র অভিযোগের রেশ আছড়ে পড়েছে আন্তর্জাতিক মহলেও। শুক্রবার এক্স-এ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (HRW)-এর রিপোর্ট উদ্ধৃত করে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মমতার অভিযোগ, বিজেপি-শাসিত (BJP) রাজ্যগুলিতে, বিশেষ করে আসাম, গুজরাত, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা ও দিল্লি, এক সুপরিকল্পিত চক্রান্তের মাধ্যমে বাংলাভাষী ভারতীয় নাগরিকদের হেনস্থা, নিপীড়ন ও দেশছাড়া করা হচ্ছে। তিনি লেখেন, “বাংলা ভাষাভাষীদের লক্ষ্য করে সুপরিকল্পিত নিপীড়ন চালাচ্ছে বিজেপি সরকার। এখন তা আন্তর্জাতিক মহলের নজরেও এসেছে। হিউম্যান রাইটস ওয়াচ-এর রিপোর্ট আমাদের আশঙ্কাকেই প্রমাণ করছে।”
টুইটে তিনি উল্লেখ করেন, এইচআরডব্লিউ-এর এশিয়া ডিরেক্টর ইলেইন পিয়ারসন পরিষ্কারভাবে বলেছেন, “বিজেপি সরকার বাংলা ভাষাভাষী মানুষদের নির্বিচারে দেশছাড়া করে বৈষম্যের আগুন জ্বালাচ্ছে, এমনকি তাদের অনেকে ভারতীয় নাগরিক।” সংস্থার বক্তব্য, সরকারের ‘অনিয়মিত অভিবাসন’ মোকাবিলার দাবি বিশ্বাসযোগ্য নয়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, “এটি সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত। বাংলাভাষীদের সঙ্গে এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না।”
প্রসঙ্গত, দিন কয়েক ধরে বাংলার বাইরের রাজ্যগুলিতে কর্মরত পরিযায়ী শ্রমিকরা বাংলায় কথা বললেই তাঁদের অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বলে বারবার অভিযোগ উঠছে। কারও কারও বৈধ নথি থাকা সত্ত্বেও ‘বাংলাদেশি’ তকমা দিয়ে পুশব্যাকের চেষ্টা চলছে। ভিনরাজ্যে এভাবে বাংলা ও বাঙালির ‘অপমান’ নিয়ে ইতিমধ্যেই পথে নেমেছে তৃণমূল। আগামী ২৭ জুলাই থেকে জেলায় জেলায় ‘ভাষা আন্দোলনে’র ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।