অ্যাকাদেমির মুক্তমঞ্চে জমজমাট অমর ২১শে স্মরণ

বাংলাদেশের ঢাকার মতো শহিদ বেদী তৈরি হয়েছে অ্যাকাদেমির মুক্তমঞ্চে।

February 21, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলা বর্ণমালা লেখা সাদা শাড়ি পরে রাস্তার উপর বসে ‘অমর একুশে’ লিখছেন এক মহিলা। সেটা দেখতে সকলে ভিড় জমাচ্ছেন অ্যাকাদেমিতে। ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে এই ভাষা দিবসের অনুষ্ঠান ২৬ তম বর্ষে পদার্পন করেছে।

বাংলাদেশের ঢাকার মতো শহিদ বেদী তৈরি হয়েছে অ্যাকাদেমির মুক্তমঞ্চে। সারারাত ধরে চলেছে মাতৃভাষা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান
। শিশু, প্রবীণ, তরুণ তরুণী সকলে একত্রিত হয়ে গান পরিবেশন করেছেন, অংশগ্রহণ করেছেন শোভাযাত্রায় ও মশাল মিছিলে।

এক যুবক সাদা রং এনে রাস্তায় লিখলেন, ‘মাতৃভাষা মাতৃদুগ্ধ’। সারারাত গান -বাজনা, আবৃত্তি ও পথনাটিকায় বাঙালি উদযাপন করল মাতৃভাষা। বইয়ের স্টলেও ভিড় জমছিল। এই অনুষ্ঠানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল। মেনুতে ছিল – ভাত, ডাল, আলুভাজা, আলুপোস্ত আর মাছের কালিয়া।

মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় নামের এক বৃদ্ধ বললেন, ‘একবার ২১ ফেব্রুয়ারিতে ঢাকায় থাকার সৌভাগ্য হয়েছিল। সেখানে এমন আলপনা আঁকা দেখেছিলাম। চমত্কার লাগছে দেখে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen