অ্যাম্বুল্যান্স ঢুকতে ব্যর্থ, হাওড়ায় মৃত্যু অসুস্থের

মধ্য হাওড়ার সিদ্ধেশ্বরীতলা লেনের বাসিন্দা ছিলেন সৌরভ সঁাতরা (‌৫১)‌। সম্প্রতি গ্যাংগ্রিন হওয়ায় তাঁর ডান পা বাদ দিতে হয়েছিল। নার্সিংহোম থেকে বাড়িও ফিরেছিলেন।

October 9, 2020 | 1 min read
Published by: Drishti Bhongi

বিজেপি–‌র মিছিলে অবরুদ্ধ হাওড়া শহরে ঢুকতেই পারল না অ্যাম্বুল্যান্স। প্রাণ হারালেন অসুস্থ রোগী। ঘটনাটি ঘটেছে হাওড়ার চ্যাটার্জিহাটে। মধ্য হাওড়ার সিদ্ধেশ্বরীতলা লেনের বাসিন্দা ছিলেন সৌরভ সঁাতরা (‌৫১)‌। সম্প্রতি গ্যাংগ্রিন হওয়ায় তাঁর ডান পা বাদ দিতে হয়েছিল। নার্সিংহোম থেকে বাড়িও ফিরেছিলেন। থাকছিলেন চ্যাটার্জিহাটের শ্বশুরবাড়িতে। সেখানেই বৃহস্পতিবার হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। স্থানীয় চিকিৎসক এসে বলেন, হাসপাতালে নিয়ে যেতে হবে। এর পর সৌরভবাবুর শ্বশুর শান্তিকুমার মিত্র অ্যাম্বুল্যান্সে যোগাযোগ করেন। বারে বারে ফোন করেন অ্যাম্বুল্যান্স–‌চালককে। চালক জানান, কোনও রাস্তা দিয়েই তিনি গাড়ি ঢুকতে পারছেন না। সৌরভকে হাসপাতালে নিয়ে যাওয়া গেল না। শেষ পর্যন্ত তিনি মারাই গেলেন। হাওড়া জেলা স্কুলের প্রাক্তনী সৌরভবাবু সোনা–‌রুপোর ব্যবসা করতেন। মর্মান্তিক এই ঘটনার পর তাঁর শ্বশুর শান্তিকুমার মিত্র ফেসবুকে একটি পোস্টে লেখেন, ‘ভারতীয় জনতা পার্টির জমায়েত আজ আমার বড় মেয়েকে বিধবা করে দিল, অতি–‌উৎসাহী সুশীল সমর্থক সৌজন্যে জীবনদায়ী কোনও রকম ব্যবস্থা পাওয়া গেল না। ধন্যবাদ জানাই এই সব সমর্থকদের আর ভগবানের কাছে প্রার্থনা করি, আমার মতো অবস্থায় যেন কাউকে পড়তে না হয়’‌।

শান্তিবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ জীবনে সবচেয়ে বড় আঘাত পেয়েছি। জামাইয়ের জন্য ওষুধ আনতে গিয়েছিলাম। অ্যাম্বুল্যান্স পৌঁছোতেই পারল না। ও চলে গেল।’‌
এদিকে, ‌বিজেপি–র নবান্ন অভিযান–‌ফেরত বেপরোয়া বাসের ধাক্কায় পূর্ব বর্ধমানের চান্ডুলে, ২ নম্বর জাতীয় সড়কের ওপর মৃত্যু হয়েছে টোটো–‌চালক বকুল শেখের (‌৩৫)‌। বেশ কয়েকজন আহত হয়েছেন। টোটোকে ধাক্কা মেরে বাসটি ডিভাইডার টপকে একটি ট্রেলারকে সজোরে ধাক্কা দেয়। জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ‌অন্য দিকে, মেমারির পালসিট টোল প্লাজায় নবান্ন অভিযানে যাওয়ার একটি বাস আটকে পড়ায় টোল–‌কর্মীদের বেধড়ক মারধর করা হয়। চারজন গুরুতর জখম। প্রহৃত সাংবাদিকেরাও।‌

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen