গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে এ নিয়ে টানা ষষ্ঠবার ভেটো আমেরিকার, আদৌ শান্তি চান তো ট্রাম্প?

September 19, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩০: গাজায় (Gaza) যুদ্ধবিরতি নিয়ে আবারও প্রশ্নচিহ্ন তুলল মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে এবং স্থায়ীভাবে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে আমেরিকা। বৃহস্পতিবার স্থানীয় সময়ে পেশ হওয়া এই খসড়া প্রস্তাবে টানা ষষ্ঠবার ভেটো দিল ওয়াশিংটন (Washington)।

খসড়ায় স্পষ্টভাবে বলা হয়েছিল, গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। পাশাপাশি ইজরায়েলের আরোপিত সব ধরনের অবরোধ তুলে নেওয়া এবং সেখানে ত্রাণ পাঠাতে দেওয়ার কথাও উল্লেখ ছিল। প্রস্তাবে আরও দাবি করা হয়, হামাসের হাতে থাকা পণবন্দিদের দ্রুত ও সম্মানজনকভাবে মুক্তি দিতে হবে।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিলেও, আমেরিকার ভেটো দেওয়ায় তা খারিজ হয়ে যায়। ফলে প্রশ্ন উঠেছে, গাজায় শান্তি প্রতিষ্ঠায় আদৌ আন্তরিক কি না ওয়াশিংটন, নাকি কেবল ইজরায়েলের অবস্থানই গুরুত্ব পাচ্ছে।

অন্যদিকে রাষ্ট্রসঙ্ঘে (United Nations) উলটো অবস্থান নিল আমেরিকা। পাকিস্তান ও চীনের তরফে বালোচ লিবারেশন আর্মি ও মাজিদ ব্রিগেডের উপর নিষেধাজ্ঞা চাপানোর প্রস্তাব তোলা হলে, তার বিরোধিতা করে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। অথচ কয়েক মাস আগেই ওই দুই সংগঠনকে বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠীর তকমা দিয়েছিল ট্রাম্প প্রশাসন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen