উপ রাষ্ট্রপতির সচিব হলেন মোদী-ঘনিষ্ঠ প্রাক্তন আমলা অমিত খারে, কোন সমীকরণ নেপথ্যে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: মঙ্গলবার দেশের উপ রাষ্ট্রপতি (Vice President) পদে নির্বাচিত হয়েছে সিপি রাধাকৃষ্ণণ (CP Radhakrishnan)। শুক্রবার তিনি শপথ নেন। রবিবার, উপ রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সচিব হিসেবে নিযুক্ত হলেন প্রাক্তন আমলা অমিত খারে (Amit khare) তিন বছরের জন্য তাঁকে চুক্তি ভিক্তিক নিয়োগ করা হয়েছে।
অমিত খারে মোদী ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। ২০১৮ সালে তথ্য-সম্প্রচার মন্ত্রকের সচিব হন অমিত তারপর শিক্ষামন্ত্রকের সচিবের দায়িত্ব পান। অবসরের পর ২০২১ সালের ১২ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ২০২৪-এ মোদীর তৃতীয় ইনিংসেও তাঁকে উপদেষ্টা হিসাবে বহাল রাখেন মোদী। ঝাড়খণ্ড ক্যাডারের এই আইএএস বিহারে প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের পশু খাদ্য কেলেঙ্কারি ফাঁস করার জন্য পরিচিত। ১৯৯৬ সালে পশু খাদ্য কেলেঙ্কারির বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন তৎকালীন প্রাণীসম্পদ দপ্তরের ডেপুটি কমিশনার অমিত খারে।
অভিযোগ, মোদী আমলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধান থেকে শুরু করে দেশ ও রাজ্যের সাংবিধানিক প্রধানের মতো পদগুলিতে কেবল বিজেপি ও সংঘ ঘনিষ্ঠদেরই বসানো হয়। সংশ্লিষ্টরা পদে বসে বিজেপিকে বাড়তি সুবিধা দেন বলেও অভিযোগ করেন বিরোধীরা। নয়া উপ রাষ্ট্রপতিও প্রাক্তন সংঘ নেতা। পূর্ববর্তী উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড় রাজ্যসভা চালানোর ক্ষেত্রে পক্ষপাত করতেন বলে অভিযোগ উঠেছিল বার বার। কিন্তু আচমকাই তিনি পদ থেকে ইস্তফা দিয়ে অন্তরালে চলে যান। যা নিয়ে অস্বস্তি পোহাতে হয়েছে মোদী সরকারকে। এবার আগেভাগে মোদী নিজের ঘনিষ্ঠ প্রাক্তন আমলাকে উপ রাষ্ট্রপতির সচিব করে দিলেন। এখানেই প্রশ্ন, নতুন উপ রাষ্ট্রপতির গতিবিধি জানতেই কি প্রধানমন্ত্রী ঘনিষ্ঠকে পাঠিয়ে রাখলেন? না-কি কৌশলে রাজ্যসভার পুরোপুরি নিয়ন্ত্রণ হাতে রাখলেন মোদী?