Unemployment in India: দেশের বেকারত্ব নিয়ে কেন্দ্রের তথ্য বিভ্রান্তিকর! বাস্তব চিত্র তুলে ধরলেন অমিত মিত্র

July 23, 2025 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
Amit Mitra claims Center's data on unemployment in the country is misleading!
Amit Mitra claims Center’s data on unemployment in the country is misleading!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৫: ভারতের বেকারত্ব (unemployment) নিয়ে কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্যের দিকে প্রশ্ন তুললেন বাংলার প্রাক্তন অর্থমন্ত্রী ও বর্তমান মুখ্য উপদেষ্টা ডঃ অমিত মিত্র (Dr. Amit Mitra)। নিজের এক্স হ্যান্ডেলে প্রবীণ অর্থনীতিবিদ সরাসরি অভিযোগ করেছেন যে, সরকারের PLFS (Periodic Labour Force Survey) নামক সমীক্ষা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং বাস্তব চিত্রকে আড়াল করছে।

মোদী সরকারের দাবি অনুযায়ী ২০২৩-২৪ সালে দেশের বেকারত্বের হার মাত্র ৪.৯%, কিন্তু ডঃ মিত্র উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক সংস্থা এবং বিশেষজ্ঞদের মতে, এই হার প্রকৃতপক্ষে অনেক বেশি।

সরকারি ‘ট্রিক’ কোথায়?

ডঃ মিত্র জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার কর্মরত ও কর্মহীনের সংজ্ঞাতেই এমন ফাঁকফোকর রেখেছে, যার মাধ্যমে প্রকৃত বেকারদের তালিকা থেকে অনেককেই বাদ দিয়ে দেওয়া হচ্ছে।

যাঁরা নিজেদের পরিবারে বিনা পারিশ্রমিকে কাজ করছেন (unpaid family labour), তাঁদেরও চাকুরীরত (employed) হিসেবে ধরা হচ্ছে। এমনকি, কেউ যদি সপ্তাহে মাত্র ১ ঘণ্টা কোনও অর্থনৈতিক কাজে যুক্ত থাকেন, তাকেও কর্মরত হিসেবে গণ্য করা হচ্ছে। এইভাবেই বেকারত্বের প্রকৃত চিত্রকে ঢেকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

কী বলছে স্বাধীন গবেষণা সংস্থা?

সরকার যেখানে ৪.৯% বেকারত্বের হার বলছে, সেখানে CMIE-এর (Centre for Monitoring Indian Economy) মতে, এই হার ৮.০৫% – অর্থাৎ প্রায় দ্বিগুণ।

এই সংখ্যাটি কিন্তু কোনও ছোট সংখ্যা নয়। বারবার দেশে ৪ কোটিরও বেশি মানুষ বেকার হিসেবে উঠে আসছেন – যা প্রায় স্পেনের মোট জনসংখ্যার সমান।

ডঃ মিত্রের মতে, এই মুহূর্তে ভারতে যারা বেকার, তাদের ৮৩% হল দেশের তরুণ প্রজন্ম – আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এমনটাই জানাচ্ছে। ডঃ মিত্রের আবেদন, ভারত সরকার যেন এই বিশ্বাসের ঘাটতি (trust deficit) দূর করে, এবং দেশের সামনে বাস্তব তথ্য প্রকাশ করে। কারণ, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের কর্মসংস্থানের ওপর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen