বিভেদের বিরুদ্ধে নিবেদিতার দর্শন ও মমতার পদক্ষেপ তুলে ধরে BJP-কে নিশানা অমিত মিত্রের

October 30, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২০: ভগিনী নিবেদিতা’র (Sister Nivedita) জন্মবার্ষিকীতে বিভাজনের রাজনীতির বিরদ্ধে সরব হলেন নিয়ে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)। বৃহস্পতিবার এক টুইটে তিনি দাবি করেন, ১২২ বছর আগে নিবেদিতার লেখা ভারতের বর্তমান পটভূমিতে আরও প্রাসঙ্গিক। তাঁর মতে, বর্তমান সময়ের ঘৃণা ও বিভেদের রাজনীতিকে নস্যাৎ করে নিবেদিতার মানবধর্ম এবং ঐক্যের দর্শন।

অমিত মিত্র বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিবেদিতার জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যের বিভিন্ন উদ্যোগের কথা বিস্তারিত তুলে ধরেছেন। তিনি বলেন, “সিস্টার নিবেদিতার জন্মবার্ষিকী (২৮শে অক্টোবর) উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ টুইট করেছেন, যেখানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের মহান শিষ্যা নিবেদিতার ঐতিহ্য পুনরুজ্জীবিত ও উচ্চতর করার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেছেন।”

উল্লেখ্য, ২৮ অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টুইট বার্তায় লেখেন, “বাঙালির জীবনে, ভারতীয় জনজীবনে এবং নারী জাগরণে তাঁর অবদান চিরস্মরণীয়। ভগিনী নিবেদিতা’র সেই অবদানকে স্বীকৃতি জানিয়ে কলকাতার আলিপুরে হেস্টিংস হাউসে আমরা যে জেনারেল ডিগ্রি কলেজ করেছি, আমি তার নাম রেখেছি ‘সিস্টার নিবেদিতা কলেজ’। তাঁর নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়-ও হয়েছে — তার পিছনেও রাজ্য সরকারের অনুমোদন ও সমর্থন আছে।”

এছাড়াও মঙ্গলবার টুইটে নিবেদিতার আদর্শ ও রাজ্যের উদ্যোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন “শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে অবহেলিত ভগিনী নিবেদিতার স্মৃতিজড়িত দুটি বাড়ি – তাঁর বাগবাজারের কর্মকেন্দ্র ও দার্জিলিঙের যে বাড়িতে তিনি কিছুদিন ছিলেন সেই ‘রায় ভিলা’কে আমাদের সরকারই অধিগ্রহণ করে হেরিটেজ-সম্মত সংস্কারের ব্যবস্থা করেছে। দুটি বাড়িকেই আমরা রামকৃষ্ণ মিশন তথা রামকৃষ্ণ সারদা মিশনের হাতে উপযুক্ত ব্যবহারের জন্য তুলে দিয়েছি। দুটি কেন্দ্রই এখন বহু মানুষের গন্তব্যস্থল।।” তাঁর এই বার্তা যে বর্তমানে রাজনৈতিক আবহে গুরুত্বপূর্ণ, তা অমিত মিত্রের মন্তব্যে স্পষ্ট।

সেই প্রসঙ্গে অমিত মিত্র (Dr Amit Mitra) নিবেদিতার লেখা একটি উদ্ধৃতি তুলে ধরেন, যেখানে বলা হয়েছে, “জাতীয়তা, এই মহান ধারণার দ্বারা ভারতকে পর্যবেক্ষণ করতে হবে। হিন্দু ও মুসলমানকে পরস্পরের প্রতি গভীর শ্রদ্ধা ও অনুরাগের মাধ্যমে এতে এক হতে হবে। এর অর্থ হচ্ছে ইতিহাস ও প্রথা সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করা এবং ধর্মে রামকৃষ্ণ-স্বামী বিবেকানন্দের সমগ্র ভাবধারার আত্মীকরণ অর্থাৎ সব ধর্মীয় ভাবনার এক মহান সংশ্লেষ।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen