বাংলার অর্থমন্ত্রী থাকছেন অমিত মিত্রই, পদত্যাগের জল্পনা ১০০% ভুল
সূত্রে খবর, অমিত মিত্র পদত্যাগ করার কোনো কথা কখনো বলেন নি, এবং, তাকে কোনওভাবে ছাড়তেও চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
Authored By:

আজ সকাল থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর হয়েছিল, বাংলার অর্থমন্ত্রী হিসেবে আর থাকতে চাইছেন না অমিত মিত্র (Amit Mitra)। এমনকি তাঁর জায়গায় কে নতুন অর্থমন্ত্রী হতে পারেন, তা নিয়ে গবেষণাও আরম্ভ হয়েছিল। কিন্তু জানা যাচ্ছে, এরকম জল্পনায় কোনও রকম সত্যতা নেই।
সূত্রে খবর, অমিত মিত্র পদত্যাগ করার কোনও কথা কখনো বলেন নি, এবং, তাকে কোনওভাবে ছাড়তেও চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। এও জানা যাচ্ছে, তিনি বাড়িতে থেকেই পুরো দমে কাজ চালিয়ে যাচ্ছেন, রোজ অসংখ্য ফাইল দেখছেন।
সূত্রের খবর, তিনি উপনির্বাচনে ভোট দাঁড়াবেন, এবং আশা করা হচ্ছে ভালোভাবেই জিতবেন।