শুনানিতে ছেলেদের নাম থাকবে তো? SIR নিয়ে দুশ্চিন্তায় মৃত্যু উত্তর ২৪ পরগনার বৃদ্ধের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: ‘এসআইআর’ (SIR) শুনানির নোটিস আসতেই তীব্র আতঙ্ক গ্রাস করেছিল গোটা পরিবারকে। বুধবারই প্রয়োজনীয় নথিপত্র নিয়ে পরিবারের পাঁচ সদস্যের শুনানিতে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটল মর্মান্তিক ঘটনা। মঙ্গলবার রাতে প্রবল মানসিক চাপে ও আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল পরিবারের কর্তা, ৬৭ বছর বয়সী সহর আলি মণ্ডলের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার পূর্ব মাদারতলা গ্রামে। এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোড়।
মৃতের পরিবার সূত্রে খবর, সম্প্রতি সহর আলি মণ্ডল-সহ তাঁর পরিবারের মোট পাঁচ সদস্যকে এসআইআর শুনানির জন্য তলব করা হয়। আজ, বুধবার তাঁদের কাগজপত্র নিয়ে যাওয়ার কথা ছিল। অভিযোগ, সরকারি এই নোটিস হাতে পাওয়ার পর থেকেই চরম দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন ওই বৃদ্ধ। বিশেষ করে তাঁর ছেলেদের নাম ভোটার তালিকায় থাকবে কি না, বা শুনানির পর ছেলেদের ভবিষ্যৎ কী হবে- এই চিন্তাই কুড়ে কুড়ে খাচ্ছিল তাঁকে। পরিবারের সদস্যদের দাবি, ছেলেদের কীভাবে বাঁচাবেন, সেই দুশ্চিন্তাতেই গত কয়েকদিন ধরে আতঙ্কিত ছিলেন তিনি। মঙ্গলবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন সহর আলি এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
প্রসঙ্গত, রাজ্যে এসআইআর বা ভোটার তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই সাধারণ মানুষের একাংশের মধ্যে এনআরসি (NRC) বা ডিভোর্টার হওয়ার আতঙ্ক ছড়িয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই এই আতঙ্কে অসুস্থ হওয়া বা মৃত্যুর খবর সামনে এসেছে। হাড়োয়ার সহর আলি মণ্ডলের মৃত্যু সেই তালিকায় নতুন সংযোজন। পরিবারের অভিভাবককে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সদস্যরা।