টলিপাড়ায় আবার বিয়ের সানাই, সাত পাকে বাঁধা পড়বেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

অতিমারীর দাপটে যেন বদলে গিয়েছে চেনা পৃথিবী। আগামী বছরে চোখ জুড়নো যুগলের বিয়ের ফুল ফুটতে চলার গুঞ্জনে খুশি প্রায় সকলেই।

November 30, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

সদ্যই অবিবাহিত তকমা ঘুচেছে অনির্বাণের (Anirban Bhattacharya)। দীর্ঘদিনের বান্ধবী মধুরিমার সঙ্গে চার হাত এক হয়েছে তাঁর। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নবদম্পতি।

Anirban Bhattacharya

আর পাঁচজনের মতো ‘খোকা’ এবং তাঁর স্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন অভিনেতা অঙ্কুশ (Ankush Hazra)। আর তার টুইট নিয়েই ফের টলিউডে শুরু হয়েছে গুঞ্জন। তবে কী খুব শীঘ্রই ঐন্দ্রিলাকে বিয়ে করতে চলেছেন অঙ্কুশ, উঠছে প্রশ্ন।

Ankush

অভিনন্দন জানিয়ে অঙ্কুশ টুইট শুরু করেছেন। তবে তার পরের লাইনেই রয়েছে চমক। কারণ অঙ্কুশ লিখেছেন, “তোমাকে দেখে আমি ঠিক করলাম আমিও সেরে ফেলি। শীঘ্রই যোগ দিচ্ছি তোমার দলে। তোমার রিয়াল লাইফের মালতীকে নিয়ে সারাজীবন সুখে থেকো।”

অঙ্কুশ-ঐন্দ্রিলার (Oindrila Sen) প্রেম দীর্ঘদিনের। তাঁদের সম্পর্কের কথা অজানা নয় টলিপাড়ায়। কারণ তা লুকিয়ে রাখার প্রবণতা নেই দুই তারকার। তবে বর্তমানে সারাক্ষণ ঘুরপাক খেতে থাকে একটাই প্রশ্ন কবে সম্পর্কের নাম বদল হবে? প্রেমিক-প্রেমিকা থেকে দম্পতি কবে হবেন তাঁরা?

Oindrila with Ankush

শোনা যাচ্ছে নাকি মনস্থির করে ফেলেছেন অঙ্কুশ। আগামী বছরের প্রথম দিকেই সাতপাকে বাঁধা পড়তে পারেন দু’জনে। কারণ, ২০২১ সালে তাঁদের মোট চারটি ছবি মুক্তি পাচ্ছে। তার উপর দু’জনই জিম এবং অভিনয়ের ক্লাস করতে যান একই সঙ্গে। দূরে থাকলে তাতেও সমস্যা হচ্ছে।

Ankush

কাজের সুবিধার জন্য এবার বিয়ের কথা ভাবছেন অভিনেতা। আয়োজন সম্পর্কে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দুই পরিবারের সঙ্গে কথাবার্তার পরই সেসব পরিকল্পনা হবে বলেই শোনা গিয়েছে। চলতি বছর মোটেও ভাল যাচ্ছে না কারও। অতিমারীর দাপটে যেন বদলে গিয়েছে চেনা পৃথিবী। আগামী বছরে চোখ জুড়নো যুগলের বিয়ের ফুল ফুটতে চলার গুঞ্জনে খুশি প্রায় সকলেই।

Ankush with Oindrila

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen