ভারতে ফিরেই গ্রেপ্তার ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার আনমোল বিষ্ণোই, তোলা হল পাটিয়ালা আদালতে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫০: দেশে ফিরেই গ্রেপ্তার হল ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার আনমোল বিষ্ণোই (Anmol Bishnoi)। জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) বুধবার দিল্লিতে পৌঁছেই তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে হাজির করানো হয় দিল্লির পাটিয়ালা আদালতে।
আনমোলের বিরুদ্ধে ভারতে মোট ১৮টি মামলা বিচারাধীন। ২০২২ সালে পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনের ঘটনায় তাঁর নাম জড়ায়। পাশাপাশি মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি (Baba Siddiqui) খুনেও তিনি অন্যতম অভিযুক্ত বলে দাবি করা হয়। অভিযোগ রয়েছে, তাঁর নির্দেশেই অভিনেতা সলমন খানের বাড়ির সামনে গুলি চালানো হয়েছিল।
সিধু মুসেওয়ালা খুনের পর দেশ ছেড়ে পালান আনমোল। অভিযোগ, জাল পাসপোর্ট ব্যবহার করে তিনি আমেরিকায় (America) প্রবেশ করেন। গত বছর নভেম্বরে ক্যালিফোর্নিয়ায় তাঁকে গ্রেপ্তার করে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম্স এনফোর্সমেন্ট (আইসিই) (US Immigration and Customs Enforcement -ICE)। বেআইনি ভাবে আমেরিকায় প্রবেশের অভিযোগে তিনি সেখানেই জেলে ছিলেন। জেলে থাকাকালীন রাজনৈতিক আশ্রয়ের আবেদনও করেছিলেন আনমোল। প্রায় এক বছর ধরে সেই আবেদন নিয়ে শুনানি হয় মার্কিন আদালতে। তবে গত সপ্তাহে তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয়। এর পরেই তাঁকে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। বুধবার প্রায় ২০০ জন অবৈধ অভিবাসীর সঙ্গে আনমোলকেও ভারতে পাঠানো হয়।
মহারাষ্ট্রের বাবা সিদ্দিকি খুনের ঘটনায় বিষ্ণোই গ্যাংয়ের নাম উঠে আসে। অভিযোগ, বিদেশে বসেই হামলার ছক কষেছিলেন আনমোল। তদন্তের স্বার্থে তাঁকে দেশে ফেরানোর চেষ্টা চালিয়ে আসছিল ভারত সরকার। NIA-র ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম ছিল তাঁর। অন্যদিকে, তাঁর দাদা লরেন্স বিষ্ণোই ২০১৫ সাল থেকে গুজরাতের সবরমতী জেলে বন্দি। অনেকের দাবি, লরেন্সের হয়ে গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন আনমোলই।