Cannes-র রেড কার্পেটে আরও এক বাঙালি, চেনেন তাঁকে?

May 18, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
ছবি সৌজন্যে: gallery 3c

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: একাধিক বাঙালির পা পড়েছে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায়, এবার সেই তালিকায় আরও এক সংযোজন হল। শনিবার আরও এক বাঙালি শিল্পীকে দেখল ফ্রান্সের কান উৎসব। বাঙালি চিত্রশিল্পী পরেশ মাইতি এই প্রথম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিলেন। ভারতীয় শিল্পের আরও একটি দিক তুলে ধরবেন তিনি।

৭৮তম কান চলচ্চিত্র উৎসবে রবিবার, ১৮ মে পদ্মশ্রী প্রাপ্ত এই চিত্রশিল্পীর কাজ দেখানো হবে। শনিবার, ১৭ মে, পরেশ উৎসবের একটি আলোচনাসভায় যোগ দিয়েছিলেন। ভারতীয় শিল্পকলা নিয়ে তাঁর সঙ্গে আলাপচারিতায় ছিলেন বলিউডের শালিনী পাসি এবং অনুপমা চোপড়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen