জল্পনা উস্কে দলীয় পতাকা ছাড়া কর্মসূচী বিজেপি বিধায়ক হিরণের

গত দু সপ্তাহের মধ্যে হিরণ বিজেপির পতাকা ছাড়াই একের পর এক অনুষ্ঠানের আয়োজন করে চলেছেন

October 25, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

আরো একটি উইকেট পড়তে চলেছে বিজেপিতে। এবারে খড়্গপুরের বিজেপির বিধায়ক অভিনেতা হিরণ। অন্তত এমন আশঙ্কা রাজ্য বিজেপি নেতাদের মধ্যে।

গত মাসেই প্রকাশ্য জনসভায় থেকে BJP প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়্গপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন এই বিজেপি বিধায়ক। এরপর থেকেই একের পর এক ঘটনায় বিজেপি নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব বেড়ে চলেছে বলে জানা গিয়েছে।

গত দু সপ্তাহের মধ্যে হিরণ বিজেপির পতাকা ছাড়াই একের পর এক অনুষ্ঠানের আয়োজন করে চলেছেন। যেগুলি মূলত জনসংযোগ কর্মসূচী ভিত্তিক। প্রসঙ্গত তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার আগে শুভেন্দু অধিকারী ঠিক এভাবেই তৃণমূলের পতাকা ছাড়া বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের জনসংযোগ কর্মসূচি চালিয়ে ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen