দিল্লিতে ফের বিস্ফোরণ! র্যাডিসন হোটেলের কাছে ব্লাস্ট? জেনে নিন সত্যি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:২৫: আবারও বিস্ফোরণ রাজধানীতে। বৃহস্পতিবার সকালে দিল্লির মহিপালপুর র্যাডিসন হোটেলের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবর পেয়ে ছুটে গিয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। ছুটে গিয়েছেন দিল্লি পুলিশে উচ্চপদস্থ আধিকারিকরা।
জানা যাচ্ছে, সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ পুলিশের কাছে ফোন আসে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছিলেন, হঠাৎ জোরালো শব্দে কেঁপে ওঠে এলাকা। তবে ঘটনাস্থলে পৌঁছে কোনও বিস্ফোরণের চিহ্ন বা ক্ষয়ক্ষতির প্রমাণ মেলেনি। বরং পুলিশ জানিয়েছে একটি ডিটিসি বাসের টায়ার ফেটে বিকট আওয়াজ হয়। তাকেই অনেকে বিস্ফোরণ ভেবে ভুল করেছেন।
দিল্লি পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরণের সূত্র পাওয়া যায়নি। তাই ‘বিস্ফোরণ’র তত্ত্ব খারিজ করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, কোনও অজ্ঞাত ব্যক্তি হয়তো ভুয়ো ফোন কল করেছেন। কল কোথা থেকে করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। এলাকার পরিস্থিতি স্বাভাবিক। সতর্কতা হিসেবে আশপাশের অঞ্চলে তল্লাশি চালানো হচ্ছে।