ফের কলকাতায় মডেলের রহস্যমৃত্যু, এবার কাণ্ড কসবায়

শনিবার রাতে সরস্বতী দাসের কসবার ফ্ল্যাটে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।

May 29, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

পল্লবী দে, বিদিশা দে মজুমদার, মঞ্জুষা নিয়োগীর পর এবার সরস্বতী দাস। কলকাতায় ফের এক উঠতি মডেলের রহস্যমৃত্যু। শনিবার রাতে সরস্বতী দাসের কসবার ফ্ল্যাটে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।


বিশ্বস্ত সূত্রে খবর, ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। সূত্রের খবর, মৃতা মডেলের সঙ্গে এক যুবকের সম্পর্ক ছিল। যদিও সেটা সুখকর ছিল না। বেশ কিছুদিন ধরে টানাপোড়েন চলছিল। মৃতার পরিবারের দাবি, প্রেমিকের সাথে টানাপোড়েনের কারণে অবসাদে ভুগছিলেন সরস্বতী।

সূত্রের খবর, পুলিশ এই মুহূর্তে সরস্বতীর ফোনের লক প্যাটার্ন খোলার চেষ্টা করছে। ফোন খোলা গেলে তদন্ত গতি পাবে বলে মনে করা হচ্ছে।

গত তিন সপ্তাহের ব্যবধানে কলকাতায় এই নিয়ে চার জন উঠতি মডেল তথা অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু হল। সবার প্রথমে, গরফায় পল্লবী দের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপর গত বুধবার নাগেরবাজার থেকে উঠতি মডেল বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপর গত শুক্রবার সকালে পাটুলির বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen