মেধাবী ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ফের শিরোনামে উঠে এলো IIT Kharagpur

September 20, 2025 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২০: মেধাবী ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ফের শিরোনামে উঠে এলো আইআইটি খড়গপুর। শনিবার দুপুর ২টো নাগাদ ক্যাম্পাসের বিআর আম্বেদকর হলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ভিনরাজ্যের এক ছাত্রের দেহ উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে খড়্গপুর টাউন থানার অধীনস্থ হিজলি ফাঁড়ির পুলিশ। আর এই ঘটনার জেরে ফের একবার কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল। এই নিয়ে চলতি বছরে আইআইটি খড়্গপুরে ৬ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল।

 

পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম হর্ষকুমার পাণ্ডে। বাড়ি ঝাড়খণ্ডে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফ্লুইড ডাইনামিকস নিয়ে গবেষণা করছিলেন হর্ষ। জেলার এক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, কীভাবে ওই ছাত্রের মৃত্যু হয়েছে তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই কারণ পরিষ্কার হবে। শনিবার আইআইটি, খড়গপুরে ছুটিই থাকে। ফলে হস্টেলের আবাসিকরা সাধারণত ঘরেই থাকেন। জানা গেছে, এদিন দুপুর দেড়টার সময় বি ব্লকের আবাসিকদের নজরে পড়ে, ৫৫৭ নং ঘরটির দরজা বন্ধ। এই ঘরে একাই থাকেন গবেষক-পড়ুয়া হর্ষ কুমার পাণ্ডে। তখন অন্যান্য আবাসিকরা দরজা ধাক্কা দিয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে হস্টেলের নিরাপত্তারক্ষীকে ডাকা হয়। তিনিও কোনও সাড়া পাননি। এরপরেই সন্দেহ বাড়ে। তড়িঘড়ি ওই নিরাপত্তারক্ষী খবর দেন হিজলি ফাঁড়িতে। সেখান থেকে পুলিশ আইআইটি ক্যাম্পাসে গিয়ে হস্টেলের ঘর থেকে উদ্ধার করে হর্ষের দেহ।

 

চলতি বছর এই নিয়ে ছ’জন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল আইআইটি খড়্গপুরে। এর মধ্যে পাঁচ জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গত জানুয়ারি মাসে মৃত্যু হয় শোয়ান মালিক নামে এক পড়ুয়ার। তার পর এপ্রিল মাসে মৃত্যু হয় অনিকেত ওয়ালকরের। মহম্মদ আসিফ কামার নামে এক পড়ুয়ার মৃত্যু হয় মার্চ মাসে। গত ১৮ জুলাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র তথা কলকাতার রিজেন্ট পার্কের বাসিন্দা ঋতম মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen