ব্লু লাইনে ফের আত্মহত্যার চেষ্টা, আপ-ডাউন লাইনে সাময়িক বন্ধ মেট্রো চলাচল

November 20, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫০: কলকাতা মেট্রোর ব্লু লাইনে ফের ভোগান্তি। বৃহস্পতিবার দুপুরে নেতাজি স্টেশনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। ঘটনাটি ঘটতেই তৎক্ষণাৎ ট্রেনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে শুরু হয় উদ্ধারকাজ। এর জেরে দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম করিডরের পরিষেবা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত সীমিত রুটে ট্রেন চালানো হচ্ছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

দুপুর প্রায় ৩টা ১০ মিনিট নাগাদ দমদমমুখী একটি আপ ট্রেন নেতাজি স্টেশনে ঢোকার সময় আচমকা ওই ব্যক্তি লাইনে নেমে পড়েন। ঘটনার পরই প্ল্যাটফর্মে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আপ ও ডাউন—দুই লাইনেই পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কন্নান। তাঁর কথায়, “নেতাজি স্টেশনে আত্মহত্যার চেষ্টা হয়েছে। আপাতত ভাঙা পথে ট্রেন চলছে, চেষ্টা করা হচ্ছে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার।”

ব্লু লাইনে আত্মহত্যার প্রবণতা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। যাত্রী সুরক্ষায় কালীঘাট স্টেশন-সহ কয়েকটি স্টেশনে গার্ডরেল বসালেও তেমন বিশেষ ফল মেলেনি। আবারও সেই একই লাইনে জীবনের ঝুঁকি নিয়ে আত্মহত্যার চেষ্টা, নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়াল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen