ফের SIR আতঙ্কে আত্মহত্যা, মেয়ের ফর্ম না-পেয়ে আত্মঘাতী প্রৌঢ়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪৯: রাজ্যজুড়ে SIR-র কাজ চলছে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করা হচ্ছে। এই ফর্মের ভিত্তিতে খসড়া তালিকা তৈরি হবে। আতঙ্কে দিকে দিকে আত্মহত্যা, মৃত্যুর খবর মিলছে। অভিযোগ, মেয়ের ফর্ম না-পেয়ে এক প্রৌঢ় আত্মহত্যা করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়িতে চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃতের নাম ভুবনচন্দ্র রায়। জলপাইগুড়ির আমবাড়ির কামারভিটার এলাকার বাসিন্দা তিনি। স্ত্রী-মেয়েকে নিয়ে ছিল তাঁর সংসার। পরিবারের বাকিদের নাম এলেও তাঁর মেয়ের ফর্ম আসেনি। দুশ্চিন্তায় ভুগছিলেন ভুবন। পরিবার সূত্রে জানা গিয়েছে, দেশছাড়া হওয়ার আতঙ্কে ভুগছিলেন তিনি। বন্ধুবান্ধবদের সঙ্গে এবিষয়ে আলোচনাও করেছিলেন। বৃহস্পতিবার রাতে বাড়ির কিছুটা দূরে গাছ থেকে উদ্ধার হয় প্রৌঢ়ের ঝুলন্ত দেহ।
খবর দেওয়া হয় থানায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পরিবারের অভিযোগ, SIR আতঙ্কে চরম সিদ্ধান্ত নিয়েছেন ওই প্রৌঢ়। মৃতের বাড়িতে ছুটে যান রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্যের শাসক দল। বাংলায় SIR ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আতঙ্কে মৃত্যু ও আত্মহত্যার অভিযোগ উঠেছে।