পুতিনের ইউক্রেন আক্রমণ – রাশিয়া জুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ
রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরই বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ শুরু হয়
Authored By:

ছবি সৌজন্যে: Dmitry Serebryakov / AP
পূর্ব ইউরোপে যুদ্ধের দামামা বেজে গেছে। গত বৃহস্পতিবার, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন। তারপরই ইউক্রেনের দিকে ধেয়ে গেছে রুশ ক্ষেপণাস্ত্র। জল ও স্থল সীমান্ত পার করে হাজারে হাজারে রুশ সেনা এগিয়ে চলেছে কিভ দখলের লক্ষ্যে।

ছবি সৌজন্যে: Nikolay Korzhov / AFP / Getty
রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরই বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ শুরু হয়। রাশিয়াতেও প্রতিবাদে সামিল হন সাধারণ মানুষ। মস্কো, সেন্ট পিটার্সবার্গ এবং অন্যান্য রুশ শহরে শত শত মানুষ তাদের সরকারের পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানাতে জড়ো হয়েছেন। বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ, এবং তাদের ছত্রভঙ্গ করে দেয়। বহু বিক্ষোভকারীকে আটক করা হয়।

ছবি সৌজন্যেঃ Kirill Kudryavtsev / AFP / Getty

ছবি সৌজন্যেঃ Kirill Kudryavtsev / AFP / Getty

ছবি সৌজন্যেঃ Evgenia Novozhenina / Reuters

ছবি সৌজন্যেঃ Kirill Kudryavtsev / AFP / Getty

ছবি সৌজন্যেঃ Denis Kaminev / AP

ছবি সৌজন্যেঃ Dmitry Serebryakov / AP

ছবি সৌজন্যেঃ Alexander Nemenov / AFP / Getty

ছবি সৌজন্যেঃ Evgenia Novozhenina / Reuters