Asian Games 2023: কলকাতার অনুশের হাত ধরে আরও একটি পদক এল দেশে
এশিয়ান গেমসে ইকুয়েস্ট্রিয়ানের টিম ড্রেসেজ ইভেন্টে অনুশ সোনা জিতেছেন তিন সতীর্থ সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতি সিং
September 28, 2023
|
< 1 min read
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ব্যক্তিগত ইভেন্টে এবার পদক পেলেন অনুশ আগরওয়াল। মঙ্গলবার কলকাতা থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূরের শহর হাংঝৌতে ইতিহাস তৈরি করেছিলেন কলকাতার ছেলে অনুশ আগরওয়াল। এশিয়ান গেমসে ইকুয়েস্ট্রিয়ানের টিম ড্রেসেজ ইভেন্টে অনুশ সোনা জিতেছেন তিন সতীর্থ সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতি সিং ও হৃদয় ছেদাকে সঙ্গে নিয়ে।
বৃহস্পতিবার ব্যক্তিগত ইভেন্টেও পদক পেলেন অনুশ আগরওয়াল। ইকুয়েস্ট্রিয়ানে ব্রোঞ্জ পেলেন তিনি।