ভারতের জার্সিতে নতুন নাম অ্যাপোলো টায়ার্স!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩২: অবশেষে ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি স্পনসর নিয়ে জল্পনার অবসান ঘটল। সর্বভারতীয় এক সংবাদ সংস্থার এক প্রতিবেদনে জানা গেছে, দেশের শীর্ষ টায়ার ব্র্যান্ড অ্যাপোলো টায়ার্স আগামী তিন বছরের জন্য টিম ইন্ডিয়ার প্রধান স্পনসর হতে চলেছে। এই সময়ে তারা প্রতিটি ম্যাচের জন্য প্রায় ৪.৫ কোটি টাকা প্রদান করবে, যা Dream11-এর পূর্ববর্তী ৪ কোটি টাকা প্রতি ম্যাচের চুক্তির চেয়ে বেশি।
নতুন এই চুক্তি ২০২৭ সাল পর্যন্ত কার্যকর থাকবে এবং প্রায় ১৩০টি আন্তর্জাতিক ম্যাচকে কভার করবে। উল্লেখযোগ্যভাবে, Dream11-এর ৩ বছরের ৩৫৮ কোটি টাকার চুক্তি নতুন অনলাইন গেমিং নিয়ন্ত্রণ আইনের আওতায় আর চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না।
অ্যাপোলো টায়ার্সের এই পদক্ষেপ শুধু ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর ক্ষেত্রেই নয়, ভারতীয় ক্রিকেটের অর্থনৈতিক শক্তিকেও আরও দৃঢ় করবে। আগামী কয়েক বছরে প্রতিটি সিরিজে, প্রতিটি টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার জার্সিতে এই নাম দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। এই পার্টনারশিপ নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের বাণিজ্যিক দিককে নতুন উচ্চতায় পৌঁছে দেবে এবং গ্লোবাল মঞ্চে ইন্ডিয়ার শক্তি আরও বাড়িয়ে তুলবে।