স্টক ক্লিয়ারের দোহাই! GST-র নয়া হারের সুবিধা পাচ্ছে না আম জনতা?

September 23, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০৮: নয়া জিএসটির হার লাগু হয়েছে সোমবার থেকে। দেদার প্রচার চালিয়েছে কেন্দ্র। বিজেপি সরকার দাবি করে গিয়েছে, নয়া হারে নিত্যপণ্যের দাম কমবে। খোদ মোদী অবধি বলেছিলেন একই কথা! ২২ সেপ্টেম্বর থেকে জিএসটির হার কমার সুবিধা মেলার কথা ছিল। সোমবার খুচরো পণ্যে জিএসটির নয়া হারের সুবিধা পেলেনই না ক্রেতারা।

খুচরো বাজারে ক্রেতা-বিক্রেতাদের কোনও বাড়তি উৎসাহ নেই জিএসটির নয়া হার নিয়ে। কারণ পুরোনো স্টক। সেগুলি আগের দামেই বিক্রি হচ্ছে। শোনা যাচ্ছে, নয়া দরের ‘ট্যাগ’ সহ প্যাকেটজাত মাল আসতে আরও ১৫-২০ দিন সময় লাগবে। তারপর জিনিসপত্রের দাম কমবে। তবে মিলবে সুবিধা। ফলে গোটা উৎসবের মরশুমে তো আগের দামেই জিনিস কিনতে হবে।

অন্যদিকে, একাধিক বড় বড় সংস্থার বিপণীতে চলল অন্য সমস্যা। নয়া জিএসটির হার চালু হওয়ার ক্ষেত্রে ‘সিস্টেম আপডেট’ হচ্ছে না—এই রোগের কথা শুনে গেল ক্রেতারা। দিনভর অধিকাংশ শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোরে এই সমস্যা ছিল। ওষুধের ক্ষেত্রেও একই চিত্র। পুরোনো স্টকের ওষুধ সেই পূর্বের মতো বেশি দামে দিয়ে দেওয়া হচ্ছে। ক্রেতাদের একাংশ ঠকছেন।

বিক্রেতাদের বক্তব্য, মাল আগের দামেই বিক্রি করতে হবে। পুজোর কথা ভেবে কয়েক লক্ষ টাকার মাল কিনে তুলে রেখেছেন অনেকে। গোডাউনে ভর্তি। সেসব কি লোকসানে বিক্রি করব? ক্রেতাদের কথায়, স্টক শেষ হওয়ার জন্য যদি অপেক্ষা করতে হয়, তাহলে দিনক্ষণ ঘোষণা করে নয়া হারে জিএসটি চালুর কারণ কী? সুবিধা কোথায় মিলছে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen