অরিজিৎ সিংহের মায়ের জন্য রক্ত যোগান দিল সামাজিক মাধ্যম

কোভিডকালে অক্সিজেন, ওষুধ এবং হাসপাতালের শয্যার খোঁজ চেয়ে বা দিয়ে অনেকেই নেটমাধ্যমে পোস্ট করছেন। বেশ কিছু ক্ষেত্রে মিলছে সুফল। তারকা গায়কের মাকে সাহায্যের ক্ষেত্রেও তাই বেছে নেওয়া হল একই পন্থা।

May 6, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

অসুস্থ গায়ক অরিজিৎ সিংহের (Arijit Singh) মা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। প্রয়োজন এ নেগেটিভ রক্তদাতার।

নেটমাধ্যমে বৃহস্পতিবার এই খবর প্রকাশ্যে আনেন সুদেষ্ণা গুহ নামে এক স্বেচ্ছাসেবী। রক্তের খোঁজ চেয়ে ফেসবুকে গায়কের মায়ের অসুস্থতার কথা লেখেন তিনি। তবে অরিজিতের মা করোনা আক্রান্ত হয়েছেন কিনা, সে কথা পোস্টে পরিষ্কার করে কিছু বলা নেই। সেখানে জানানো হয়েছে, এ নেগেটিভ রক্তের গ্রুপ বিরল বলেই সাহায্যের জন্য অরিজিতের পরিচয় গোপনে না রেখে প্রকাশ্যে আনা হয়েছে।

পোস্টটির মন্তব্য বিভাগে একাধিক জন এ নেগেটিভ রক্তের খোঁজ দেওয়ার চেষ্টা করেছেন। কোভিডকালে অক্সিজেন, ওষুধ এবং হাসপাতালের শয্যার খোঁজ চেয়ে বা দিয়ে অনেকেই নেটমাধ্যমে পোস্ট করছেন। বেশ কিছু ক্ষেত্রে মিলছে সুফল। তারকা গায়কের মাকে সাহায্যের ক্ষেত্রেও তাই বেছে নেওয়া হল একই পন্থা।

অবশেষে অরিজিৎ সিংহের মা রক্ত পেয়েছেন এবং সকলকে ধন্যবাদ জানিয়েছেন

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen