গলায় ফাঁস লেগে ঝোলার কারণে মৃত্যু, হাইকোর্টে ময়নাতদন্তের রিপোর্ট পেশ পুলিশের

কাশীপুরে BJP যুব নেতা অর্জুন চৌরাসিয়ার রহস্যমৃত্যুর ঘটনায় নয়া মোড়

May 10, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

কাশীপুরে BJP যুব নেতা অর্জুন চৌরাসিয়ার রহস্যমৃত্যুর ঘটনায় নয়া মোড়। গলায় ফাঁস লেগে ঝোলার কারণে BJP নেতার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। কলকাতা হাইকোর্টে ময়নাতদন্তের রিপোর্ট পেশ করা হল। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ”গলায় ফাঁস লেগে ঝোলার কারণে মৃত্যু হয়েছে।” হত্যা করে ঝুলিয়ে দেওয়ার প্রমাণ মেলেনি বলে দাবি করা হয়েছে রিপোর্টে। আলিপুরে কমান্ড হাসপাতালে অর্জুনের দেহের ময়নাতদন্ত করা হয়েছে। এই রিপোর্ট SIT-কে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিন ময়নাতদন্তের রিপোর্ট প্রসঙ্গে BJP নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেছেন,”কেউ না কেউ ওকে ঝুলিয়েছে। আমরা সিবিআই তদন্ত চাই। সত্য সামনে আসুক। এটা অস্বাভাবিক মৃত্যু।” এদিন সংবাদমাধ্যমে অর্জুনের মা বলেন, ”আমরা বিচার চাই।”

এর আগে কাশীপুরে মৃত বিজেপি যুব নেতার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে আসার পর অনুমান করা হয়েছিল যে, এটা আত্মহত্যার ঘটনা। কমান্ড হাসপাতাল (Command Hospital) সূত্রে জানা গিয়েছিল, তিন ঘণ্টার ময়নাতদন্ত শেষে প্রাথমিক রিপোর্ট বলছে অর্জুন চৌরাসিয়ার দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। কোনও ধস্তাধস্তিও হয়নি অর্জুনের সঙ্গে। ফলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের তথ্য অনুযায়ী, কাশীপুরের ঘটনায় খুনের কোনও প্রমাণ মেলেনি। আর এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই সংশ্লিষ্ট মহলের অনুমান, অর্জুন চৌরাসিয়া কি তবে আত্মহত্যাই করেছিলেন?

ইতিমধ্যেই অর্জুন চৌরাসিয়ার রহস্যমৃত্যুর তদন্তভার গ্রহণ করেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। কাশীপুরের যে রেল কোয়ার্টার থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছিল, সেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালবাজারের গোয়ান্দারা। সেখান থেকে একাধিক নমুনা সংগ্রহ করা হয়েছে। থ্রিডি ম্যাপিংয়ের সাহায্যে গোটা ঘটনার তদন্ত করছে হোমিসাইড শাখা। এলাকায় বসানো হয়েছে সিটিটিভি ক্যামেরা। ওই রেল কোয়ার্টারের দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতার মেপে নেন তাঁরা।

অমিত শাহের বঙ্গ সফরের মধ্যেই BJP নেতার রহস্যমৃত্যু ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। শুক্রবার কাশীপুরে রেলের পরিত্যক্ত কোয়ার্টার থেকে BJP নেতা অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতর। কাশীপুরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেছিলেন, দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক। পাশাপাশি এই ঘটনায় CBI তদন্তের দাবি জানান তিনি। এই প্রসঙ্গে অমিত শাহ বলেছিলেন, ”জঘন্যভাবে হত্যা করা হয়েছে BJP যুব মোর্চার কর্মী অর্জুন চৌরাসিয়াকে। গতকালই তৃতীয় তৃণমূল সরকারের একবছর সম্পূর্ণ হয়েছে। বাংলায় যেখানেই যাই রাজনৈতিক হিংসা দেখতে পাই। এখানে সর্বত্র প্রতিশোধের রাজনীতি চলছে। বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের খুঁজে খুঁজে বের করা হচ্ছে, আর তাঁদের হত্যা করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টি হিংসার রাজনীতিতে বিশ্বাসও করে না, আর ভয়ও পায় না। অর্জুন চৌরাসিয়ার ঘটনায় ন্যায়বিচার চাই আমরা। এর পিছনে যে বা যারা রয়েছে, তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen