জামিন পেলেন অর্ণব গোস্বামী

পুরো বিষয়টিতে সুপ্রিম কোর্টের অর্ণবের প্রতি পক্ষপাতিত্ব অনেকটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে না কি কেন্দ্রীয় সরকারকে খুশি করে চললে ‘সাত খুন মাফ’।

November 11, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

অর্ণব গোস্বামীর (Arnab Goswami) জামিন মঞ্জুর করল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)।

অর্ণব গোস্বামীর অন্তর্বর্তীকালীন জামিনের মামলায় সুপ্রিম কোর্টে একাধিক প্রশ্নের মুখে পড়ল মহারাষ্ট্র সরকার। কোন যুক্তিতে রিপাললিক টিভির (Republic TV) এডিটর-ইন-চিফের (Editor in Chief) বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু হয়েছে, তা নিয়েই মূলত এদিন প্রশ্ন তোলা হয়।

ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় মালিক এবং তাঁর কুমুদ মালিকের আত্মহত্যায় প্ররোচনার মামলায় অর্ণবের অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল বম্বে হাইকোর্ট এবং জামিনের জন্য নিম্ন আদালতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন অর্ণব।

বুধবার সেই পিটিশনের শুনানিতে অর্ণবের আইনজীবী হরিশ সালভে দাবি করেন, পুর্নতদন্তের ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। নিজের দাবির স্বপক্ষে সওয়াল করেন তিনি। পরে মহারাষ্ট্র সরকারের হয়ে আইনজীবী কপিল সিব্বলের সওয়ালের মধ্যে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘৩০৬ ধারার অন্তর্গত প্ররোচনার জন্য তাতে (আত্মহত্যার ক্ষেত্রে) প্রকৃত প্ররোচনার থাকতে হয়। কেউ অন্যজনের থেকে টাকা পাবেন এবং তাঁরা আত্মহত্যা করলেন, তাহলে সেটা কি (আত্মহত্যায়) প্ররোচনা হবে?’

বিচারপতি চন্দ্রচূড় এবং বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ আরও বলে, ‘আমরা ধরে নিচ্ছি যে এফআইআরে যে অভিযোগ করা হয়েছে, তা ধ্রুব সত্য। তারপরও এটায় কি ৩০৬ ধারার মামলা করা যায়? এরকম বিষয়ে যেখানে কিছুটা অর্থ মেটানো হয়নি। তার ফলে আত্মহত্যা করেছেন। তার মানে কি প্ররোচনা দেওয়া? সেজন্য যদি কাউকে জামিন (Bail) না দেওয়া হয়, তাহলে সেটা কি বিচারের নামে প্রহসন নয়?’

ডিভিশন বেঞ্চের তরফে বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘উপযুক্ত এবং ন্যায্য তদন্তের অধিকারী সংশ্লিষ্ট ব্যক্তি। আপনারা যদি কোনও চ্যানেল পছন্দ না করেন, তাহলে দেখবেন না।’

তিনি আরও বলেন, ‘প্রয়োজনে আমি চ্যানেলটি দেখব না। মতাদর্শের ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে। কিন্তু সাংবিধানিক আদালতে সেই স্বাধীনতা রক্ষা করতে হবে। নাহলে আমরা ধ্বংসের পথে হাঁটছি।’

এরপরেই অর্ণবের জামিনের আর্জি মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। পুরো বিষয়টিতে সুপ্রিম কোর্টের অর্ণবের প্রতি পক্ষপাতিত্ব অনেকটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে না কি কেন্দ্রীয় সরকারকে খুশি করে চললে ‘সাত খুন মাফ’।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen