‘ইউক্রেনের যুদ্ধ বন্ধ করা হোক’, রুশ সেনাকে ভিডিও বার্তা আর্নল্ড শোয়ার্ৎজেনেগারের
২৪ ফেব্রুয়ারি থেকে দিনের পর দিন কীভাবে ইউক্রেনের উপর হামলা চালানো হয়েছে, সেই সম্পর্কে ব্যাখ্যা করেছেন ‘টার্মিনেটর’—এর নায়ক।

একটি ভিডিওর মাধ্যমে হলিউডের জনপ্রিয় হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্ৎজেনেগার (Arnold Schwarzenegger) ইউক্রেনে যুদ্ধ আর এই ধ্বংসলীলা বন্ধ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আবেদন করেছেন। স্যোশাল মিডিয়া সাইটে একটি ভিডিওর মাধ্যমে আর্নল্ড জানিয়েছেন, “আমি বিভিন্ন মাধ্যমের সাহায্যে একটি আবেদন জানাচ্ছি রাশিয়ান সৈন্য এবং বন্ধুদের। ইউক্রেনের যুদ্ধ বন্ধ করা হোক।” তিনি আরও বলেছেন,“আমি আজ আপনার সঙ্গে কথা বলছি কারণ পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটছে যা আপনার কাছে অজানা, ভয়ঙ্কর জিনিস ঘটে চলেছে। সম্পূর্ণ বিষয়টি আপনার জানা উচিত। ইউক্রেন এই যুদ্ধ শুরু করেনি। আপনাদের ভুল বুঝিয়ে যুদ্ধে আনা হয়েছে।”
২৪ ফেব্রুয়ারি থেকে দিনের পর দিন কীভাবে ইউক্রেনের (Russia-Ukraine War) উপর হামলা চালানো হয়েছে, সেই সম্পর্কে ব্যাখ্যা করেছেন ‘টার্মিনেটর’—এর নায়ক। একইসঙ্গে তিনি যুক্ত করেছেন, ইউক্রেনের উপর রাশিয়ার এই আক্রমণ বিশ্বের ১৪১টি দেশ অবৈধ বলে ঘোষণা করেছে। একাধিক অসামরিক ভবনে বোমা হামলা করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এদিন শোয়ার্ৎজেনেগার ভিডিওর মাধ্যমে বলেছেন, নিরপরাধ অসামরিক নাগরিকদের উপর যে ধরনের হামলা করা হয়েছে, তার জেরে বিশ্বের একাধিক দেশ রাশিয়ার উপর ক্ষুব্ধ। এর জেরে রাশিয়ার অর্থনৈতিক ক্ষেত্রে শক্তিশালী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই যুদ্ধের কোনও বৈধতা নেই।
শোয়ার্ৎজেনেগার ভিডিওটি শেষ করেছেন রাশিয়ান প্রতিবাদকারীদের কাছে একটি বার্তা দিয়ে, যাঁরা ইউক্রেনের যুদ্ধের বিরোধিতা করতে রাস্তায় নেমেছেন। যে সকল রাশিয়ান এই যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন, তাঁদের সাহসিকতার প্রশংসাও করেছেন তিনি। তিনি বলেছেন, “বিশ্ব আপনাদের সাহসিকতা দেখেছে। আপনারা সকলেই নিজেদের সাহসের ফল ভোগ করেছেন। আপনাদের গ্রেপ্তার করা হয়েছে, আপনাদের জেলে পাঠানো হয়েছে এবং মারধরও করা হয়েছে। আপনারাই আমার কাছে আসল নায়ক। একজন সত্যিকারের রাশিয়ান হৃদয় যা হওয়া উচিত, আপনাদের তা আছে।”
রুশ জনতা এবং সেনার উদ্দেশে ‘বডি বিল্ডিং’-এর প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নের মন্তব্য, ‘‘আমি জানি, আপনাদের বলা হয়েছে ইউক্রেনকে নাৎসি-মুক্ত করার উদ্দেশ্যেই এই যুদ্ধ। কিন্তু সেই কথার কোনও সত্যতা নেই।’’ রাশিয়ার মানুষের প্রতি তাঁর ভালবাসার উদাহরণ দিতে গিয়ে আর্নল্ড জানিয়েছেন, ১৪ বছর বয়স থেকেই তাঁর ‘বিগ্রহ’ কিংবদন্তি রুশ ভারোত্তোলক ইউরি ভ্লাসভ। আর্নল্ডের বাবা গুস্তাভ সোয়ার্ৎজেনেগার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্ট্রিয়ার মিলিটারি পুলিশের অফিসার ছিলেন। জার্মান বাহিনীর রাশিয়া দখল অভিযানে তিনি অংশ নিয়েছিলেন। বার্তায় সেই প্রসঙ্গের উল্লেখ করে আর্নল্ডের মন্তব্য, “ওই ঘটনার পরে তিনি (গুস্তাভ) শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বাকি জীবনটা যন্ত্রণায় কেটেছিল তাঁর।” এর পরেই তাঁর আবেদন, “রুশ সেনারা যাঁরা এই সম্প্রচার শুনছেন, আমি চাই না আপনারাও আমার বাবার মতো ভেঙে পড়ুন।”
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পর্বে হিটলারের বাহিনীর বিরুদ্ধে রুশ ফৌজের প্রতিরোধের সঙ্গে এ বারের যুদ্ধের কোনও সম্পর্ক নেই জানিয়ে ইউক্রেন হামলায় অংশ নেওয়া রুশ সেনাদের উদ্দেশে গুস্তাভের পুত্র বলেছেন, “আপনাদের দাদু-ঠাকুরদারা রাশিয়াকে রক্ষা করার যুদ্ধ লড়েছিলেন। কিন্তু এ যুদ্ধ তেমন নয়। এটি একটি বেআইনি যুদ্ধ। আপনাদের জীবন, আপনাদের অঙ্গপ্রত্যঙ্গ, আপনাদের ভবিষ্যৎ একটি অর্থহীন যুদ্ধের জন্য বলি দেওয়া হয়েছে।” রাশিয়াবাসীকে এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একত্রিত হওয়ার আহ্বানও জানিয়েছেন সত্তরোর্ধ্ব আর্নল্ড।