আরোগ্য সেতু’- শুধুই মহামারী নিয়ন্ত্রণ নাকি ব্যক্তিগত জীবনে নজরদারি

কোভিড ১৯ রোগী সনাক্ত করার জন্যে অ্যাপ নিয়ে এলো ভারত সরকার। এই অ্যাপ বলে দিতে পারবে দেশের প্রতিটি নাগরিকের গতিবিধি

April 10, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

কোভিড ১৯ রোগী সনাক্ত করার জন্যে অ্যাপ নিয়ে এলো ভারত সরকার। এই অ্যাপ বলে দিতে পারবে দেশের প্রতিটি নাগরিকের গতিবিধি। যার ফলে আক্রান্তকে সনাক্ত করা সরকারের কাছে অনেক সহজ হয়ে যাবে।
অবশ্য, প্যারিসের এক সাইবার সিক্যুরিটি বিশেষজ্ঞ সংস্থা অ্যাপটি সম্বন্ধে এক অদ্ভুত তথ্য দেয়। তারা জানায় ব্যবহারকারিদের অনুমতি ছাড়াই তাদের সব তথ্য সংগ্রহ করে এই অ্যাপ। কোন অনুমতি ছাড়াই তাদের কন্ট্যাক্টস অ্যাক্সেস করে। ব্যবহারকারীদের গতিবিধি তৎক্ষণাৎ ট্র্যাক করে। এমনকি অন্য কোনও অ্যাপ ব্যবহারকারীর সাথে তার কোনও যোগাযোগ আছে কি না সেই তথ্যও সংগ্রহ করে।

আরোগ্য সেতু অ্যাপ বলে দিতে পারবে দেশের প্রতিটি নাগরিকের গতিবিধি

এর ফলে আরোগ্য সেতু যে কোনও ব্যক্তির পরিচিতির সামাজিক গ্রাফ তৈরী করে। সেটি সরকারি তথ্যের সাথে মিলিয়ে দেওয়া হয়। ফোন নম্বরের সাহায্যে পাওয়া অনেক তথ্যই ইতিমধ্যে সরকারের কাছে আছে। গোপনীয়তা বিশেষজ্ঞদের মতে, এর ফলে সরকার আরও বেশি করে নাগরিকদের জীবনের ওপর নজরদারী চালাতে পারে।
সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হল আরোগ্য সেতুর চূক্তিতে বলা আছে যে এই তথ্যগুলি মহামারি নিয়ন্ত্রণ ছাড়াও পরবর্তীতে সরকারের অন্য উদ্দেশ্যেও ব্যবহার করা হতে পারে। অ্যাপটির গোপনীয়তা নীতি যদিও বলে সংগৃহীত তথ্য কোন ত্রিতীয় পক্ষের সাথে শেয়ার করা হবে না। কিন্তু এক্ষেত্রে এটি স্পষ্ট যে সরকার চাইলে একাধিক এজেন্সির সাথে তথ্য শেয়ার করত্যে পারে।
বিগত এক সপ্তাহে প্রায় এককোটি মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছে। বিশেষ করে বিভিন্ন সরকারি দপ্তরের প্রচারে। তাছাড়াও ৩রা এপ্রিল মানব সম্পদ দপ্তর স্কুলগুলিকে নির্দেশ দেয় অভিভাবকদের এই অ্যাপ ডাউনলোড করার কথা বলতে।
সব দেশেই প্রায় এই মহামারী নিয়ন্ত্রণ অ্যাপ লঞ্চ করেছে। কিন্তু কিছু দেশের প্রাইভেসি পলিসি যথেষ্ট ভালো। যেমন ‘সিঙ্গাপুরস কন্ট্যাক্ট ট্রেসিং অ্যাপ’ শুধুমাত্র ন্যুনতম তথ্যই সংগ্রহ করে। আরোগ্য সেতু এরকম কোনও আশ্বাস দেয় না।
যখনই কেউ এই অ্যাপ ডাউনলোড করবে তাকে নাম, বয়স, লিঙ্গ, ভ্রমণ বৃত্তান্ত, ধুমপানের অভ্যেস এই সব তথ্যগুলি দিতে হয়। এইগুলি সরকারি ডেটাবেসে চলে আসে। যখনই কেউ করোনায় আক্রান্ত হবে তখনই তার কন্ট্যাক্ট লিস্টে থাকা বাকিদের কাছেও চলে যাবে নোটিফিকেশন।
যদিও এই অ্যাপ দাবী করে ৩০ দিনের মধ্যেই সব তথ্য ফোন থেকে মুছে যাবে। কিন্তু তা সরকারি ডেটাবেসে থাকবে কি না তা স্পষ্ট নয়। এই অ্যাপের প্রাইভেসি পলিসি অত্যন্ত অস্বচ্ছ। সিঙ্গাপুর বা ইজরায়েলে মতো দেশে এরম অ্যাপের স্বচ্ছতা বজায় রাখতে যেখানে অ্যাপের সোর্স কোডও দেওয়া আছে, এখানে এরকম কিছু নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen