Asian Shooting Championship-এ সোনা জিতল আসানসোলের কিশোর অভিনব সাউ, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

পাঁচটি সোনার মধ্যে চারটিই জিতল ভারত, আর সেই সঙ্গেই দেশের পদকসংখ্যা গিয়ে দাঁড়াল ২৬-এ। যার মধ্যে রয়েছে ১৪টি সোনা, ছ’টি রূপো এবং ছ’টি ব্রোঞ্জ।

August 21, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২.৫৫: কাজাখস্তানে Asian Shooting Championship-এ সোনা জিতল আসানসোলের কিশোর অভিনব সাউ৷ ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র পর্যায়ে ব্যক্তিগত ও দলগত বিভাগে সোনা জয় করল সে। তার সাফল্যে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডলে অভিনন্দন জানিয়েছেন অভিনবকে।

মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমাদের আসানসোলের ছেলে অভিনব সাউ কাজাখস্তানে অনুষ্ঠিত ১৬ তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র এয়ার রাইফেল বিভাগে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছে। আমি অভিনবকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ওর অভিভাবক, পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদেরও আমার অভিনন্দন। আমি আগামীতে অভিনবর আরও সাফল্য কামনা করছি।”

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপের (Asian Shooting Championship) চতুর্থ দিনে কার্যত সোনার পাহাড় গড়ল ভারতের তরুণরা। পাঁচটি সোনার মধ্যে চারটিই জিতল ভারত, আর সেই সঙ্গেই দেশের পদকসংখ্যা গিয়ে দাঁড়াল ২৬-এ। যার মধ্যে রয়েছে ১৪টি সোনা, ছ’টি রূপো এবং ছ’টি ব্রোঞ্জ।

কাজাখস্তানের শ্যামকেন্ত-এ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করেছিল অভিনব। আর সেখানেই ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র পর্যায়ে ব্যক্তিগত ও দলগত বিভাগে সোনা জিতল সে। ব্যক্তিগত বিভাগে ২৫০.৪-২৫০.৩ পয়েন্টে সে হারিয়েছে দক্ষিণ কোরিয়ার হুন সেও লি-কে। দলগত বিভাগে অভিনব, সুরেশ ভানিথা ও হিমাংশুরা ১৮৯০.১-১৮৮৫.১ পয়েন্টে হারিয়েছে চিনকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen