এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান, উত্তেজনার পারদ তুঙ্গে

September 26, 2025 | < 1 min read
Published by: Ritam
ভারত বনাম পাকিস্তান

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৮: এশিয়া কাপে প্রথমবারের মতো ভারত এবং পাকিস্তান মুখোমুখি হতে চলেছে টুর্নামেন্টের ফাইনালে। ১৯৮৪ সালে এই প্রতিযোগিতা শুরু হলেও এর আগে কখনও দুই প্রতিবেশী দেশ শিরোপা নির্ধারণী ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলেনি। একদিনের ক্রিকেট হোক বা টি-টোয়েন্টি ফরম্যাট, দুই দলই বহুবার শিরোপা জিতলেও কখনও ফাইনালে মুখোমুখি হয়নি।

রেকর্ড অনুযায়ী, এশিয়া কাপে সবচেয়ে সফল দল ভারত। তারা মোট ৮ বার শিরোপা জিতেছে। অন্যদিকে পাকিস্তানের ঝুলিতে রয়েছে মাত্র ২টি শিরোপা, সব থেকে সফল দলের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তারা। শ্রীলঙ্কা ৬টি শিরোপা জিতে রয়েছে দ্বিতীয় স্থানে। অথচ ভারত ও পাকিস্তান মিলিয়ে ১০টি ট্রফি জিতলেও ৪১ বছরের ইতিহাসে এবারই প্রথমবার তারা ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে। ফাইনালের তারিখ ২৮ সেপ্টেম্বর।

এশিয়া কাপে পূর্ববর্তী ফাইনালের চ্যাম্পিয়ন:

* ১৯৮৪: ভারত চ্যাম্পিয়ন (রাউন্ড রবিন ফরম্যাটে, ফাইনাল হয়নি)
* ১৯৮৬: শ্রীলঙ্কা ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে।
* ১৯৮৮: ভারত ৬ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে।
* ১৯৯৫: ভারত ৮ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে।
* ২০০০: পাকিস্তান ৩৯ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে।
* ২০১২: পাকিস্তান ২ রানে বাংলাদেশকে হারিয়ে।
* ২০১৬ (টি-টোয়েন্টি): ভারত ৮ উইকেটে বাংলাদেশকে হারিয়ে।
* ২০২২ (টি-টোয়েন্টি): শ্রীলঙ্কা ২৩ রানে পাকিস্তানকে হারিয়ে।
* ২০২৩: ভারত ১০ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে।

এশিয়া কাপে এতদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে বহু উত্তেজনাপূর্ণ লড়াই হয়েছে, তবে কখনও শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়নি। এবার ইতিহাসের সেই শূন্যস্থান পূরণ হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen