এশিয়া কাপ ২০২৫: ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল নয়, নিশ্চিত করল এএসসি

July 29, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৫৫: শেষবার ২০২৪ সালের টি২০ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান(India vs Pakistan)। তারপরেই ঘটে যায় ভারতের জম্মু-কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলা। সেই ঘটনার রেশ এখনও তাজা । এরই মধ্যে আসন্ন এশিয়া কাপ ২০২৫-এ(Asia Cup 25)ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক।এই নিয়ে সামাজিক মাধ্যমে হচ্ছে প্রবল সমালোচনা। ১৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে নির্ধারিত হাইভোল্টেজ ম্যাচের সূচি। অনেকেই দাবি করছেন, এই পরিস্থিতিতে এই ম্যাচ বাতিল করা হোক। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) জানিয়ে দিয়েছে, ম্যাচ নির্ধারিত সূচিতেই হবে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী খবর , “এটি কোনও দ্বিপাক্ষিক সিরিজ নয়, বরং একটি টুর্নামেন্টের অংশ। ভারত যদি অংশ না নেয়, তবে পাকিস্তান সেই ম্যাচে ওয়াক ওভার পাবে। যা গ্রহণযোগ্য নয়।” বোঝাই যাচ্ছে, যতই রাজনৈতিক চাপ থাকুক ক্রিকেট প্রশাসন নিজেদের সিদ্ধান্তে অনড়।

এবারের এশিয়া কাপের সম্প্রচার সদায়িত্ব পেয়েছে সনি নেটওয়ার্ক। আট বছরের জন্য ১৭০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছে এই সম্প্রচারকারী সংস্থার সঙ্গে। এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচই সবচেয়ে বেশি দর্শক টেনে আনে। এই ম্যাচ বাতিল হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে সম্প্রচারকারী সংস্থা এবং এএসসি-র অধীনস্থ ২৪টি সদস্যের দেশ।

ভারতের ক্রীড়ামন্ত্রক এখনো বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)-এর ওপর সরাসরি নিয়ন্ত্রণে নেই, কারণ ‘ন্যাশনাল স্পোর্টস গভর্ন্যান্স বিল’ এখনও পাশ হয়নি। তবে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জনমতের দিকে নজর রাখা হচ্ছে। যদিও খোদ ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যা আগেই বলেছেন, “ বহুজাতিক টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে খেলা চালিয়ে যাবে ভারত।”

সম্প্রতি ইংল্যান্ডে একটি ভারত-পাকিস্তান লেজেন্ডস ম্যাচ বাতিল হয়েছিল দর্শকদের অনলাইন ক্ষোভের জেরে। সেই ঘটনার পর এশিয়া কাপ ম্যাচ নিয়েও গুজব ছড়িয়েছিল। তবে সোনা যাচ্ছে , সরকারের তরফে ভারতীয় দলের এই প্রতিযোগিতায় অংশগ্রহণে অনুমতি আগেই দেওয়া হয়েছে।

সব মিলিয়ে, রাজনৈতিক উত্তেজনার আবহেও, ভারতের ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামা এখন শুধু সময়ের অপেক্ষা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen