Asia Cup 2025: আজ নামছে ভারত, প্রতিপক্ষ UAE
আজ, বুধবার সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে এশিয়া কাপে (Asia Cup 2025) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত (Team India)।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: আজ, বুধবার সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে এশিয়া কাপে (Asia Cup 2025) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত (Team India)। এশিয়া কাপে গ্রুপ ‘এ’-তে ভারতের সঙ্গেই রয়েছে পাকিস্তান, ওমান, আরব আমিরশাহি। ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন। চলতি বছরে টি-টোয়েন্টিতে মাত্র একটি ম্যাচ হেরেছে ভারত। চলতি এশিয়া কাপে হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। এবারের এশিয়া কাপে ফেভারিট হিসাবেই নামছে ভারত। আজ, সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করলেও ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে রয়েছে রবিবারের ভারত-পাক মহারণের দিকে।
অধিনায়ক সূর্যকুমার যাদব মঙ্গলবারই স্পষ্ট করে দিয়েছেন, আগ্রাসী ক্রিকেট খেলবেন তাঁরা।
ভারত শেষবার টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল সাত মাস আগে। তবে তা কোনও সমস্যা তৈরি করবে না বলেই বিশ্বাস অধিনায়কের। আজ খেলা শুরু রাত আটটায়। সরাসরি সম্প্রচার দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেলে ও সোনি লিভ অ্যাপে।
ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং।