Asia Cup 2025: আজ নামছে ভারত, প্রতিপক্ষ UAE

আজ, বুধবার সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে এশিয়া কাপে (Asia Cup 2025) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত (Team India)।

September 10, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: আজ, বুধবার সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে এশিয়া কাপে (Asia Cup 2025) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত (Team India)। এশিয়া কাপে গ্রুপ ‘এ’-তে ভারতের সঙ্গেই রয়েছে পাকিস্তান, ওমান, আরব আমিরশাহি। ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন। চলতি বছরে টি-টোয়েন্টিতে মাত্র একটি ম্যাচ হেরেছে ভারত। চলতি এশিয়া কাপে হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। এবারের এশিয়া কাপে ফেভারিট হিসাবেই নামছে ভারত। আজ, সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করলেও ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে রয়েছে রবিবারের ভারত-পাক মহারণের দিকে।

অধিনায়ক সূর্যকুমার যাদব মঙ্গলবারই স্পষ্ট করে দিয়েছেন, আগ্রাসী ক্রিকেট খেলবেন তাঁরা।
ভারত শেষবার টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল সাত মাস আগে। তবে তা কোনও সমস্যা তৈরি করবে না বলেই বিশ্বাস অধিনায়কের। আজ খেলা শুরু রাত আটটায়। সরাসরি সম্প্রচার দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেলে ও সোনি লিভ অ্যাপে।

ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen