Asia Cup: আগামী রবিবার আবার ভারতের মুখোমুখি পাকিস্তান
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:১০: এশিয়া কাপে আগামী রবিবার আবার ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। বুধবার সংযুক্ত আরব আমিরশাহিকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠলেন সলমন আলি আঘারা।
হ্যান্ডশেক বিতর্কের জেরে এদিন ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিলেন শাহিন আফ্রিদিরা। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে এশিয়া কাপ থেকে বহিষ্কার না করলে পাকিস্তান খেলবে না বলে জানিয়ে দেয়। কিন্তু সেই আবেদন আইসিসি পত্রপাঠ খারিজ করে দেয়। তারপরেই বয়কটের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলে পাকিস্তান। পিসিবির তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, কোনও ক্রিকেটার মাঠে যাবেন না। শেষ পর্যন্ত পাক বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ভারত-পাক ম্যাচে নিজের ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন পাইক্রফট। এই বিবৃতি জারি হওয়ার পরে টস করতে নামেন পাক অধিনায়ক সলমন আলি আঘা।
প্রথমে ব্যাট করে পাকিস্তান করে ৯ উইকেটে ১৪৬। জবাবে আমিরশাহির ইনিংস শেষ হল ১৭.৪ ওভারে ১০৫ রানে। যে পাক তরুণ তুর্কি একদিন জশপ্রীত বুমরাহকে এক ওভারে ৬টা ছক্কা হাঁকাবেন বলে বলে স্বপ্ন দেখে পাক ক্রিকেটমহল, সেই সাইম আয়ুব এদিনও শূন্য রানে আউট। আগের দিন রান পাওয়া ওপেনার সাহিবজাদা ফারহানও এদিন মাত্র ৫ রান করে আউট। তিন নম্বরে নামা ফখর জামান অবশ্য হাফসেঞ্চুরি করে দলকে টানেন। কিছুটা সঙ্গত দেন অধিনায়ক সলমন (২০)। এদিনও শেষ মুহূর্তে ব্যাট হাতে দলের মসিহা হয়ে ওঠেন শাহিন আফ্রিদি। ১৪ বলে ২৯ রান করে দলের স্কোর সম্মানজনক জায়গায় নিয়ে যান তিনি।
১৪৭ রানের টার্গেট দুবাইয়ের পিচে আমিরশাহীর মতো দলের পক্ষে বেশ কঠিন। প্রথম থেকেই আঁটসাট বোলিং করে আমিরশাহী ব্যাটারদের চাপে ফেলে দেন আবরার আহমেদরা। পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে প্রয়োজনীয় জুটি তৈরি করতে পারেননি আমিরশাহির ব্যাটারেরা। আলিশান শারাফু (১২), ওয়াসিম (১৪), মহম্মদ জ়োহাইবেরা (৪) দ্রুত আউট হয়ে গিয়েছেন। ৩৭ রানে ৩ উইকেট পড়ার পর কিছুটা লড়াই করলেন পরাশর এবং রাহুল চোপড়া। পরাশর করলেন ২৩ বলে ২০। চোপড়ার ব্যাট থেকে এল ৩৫ বলে ৩৫ রানের ইনিংস।