Asia Cup 2025: সুপার ফোরের লড়াইয়ে আজ বাংলাদেশের বিরুদ্ধে নামছেন সূর্যকুমাররা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: চলতি এশিয়া কাপে এখনও পর্যন্ত অপরাজিত টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে তিনটি ও সুপার ফোরে প্রথম ম্যাচ, চারটিতেই এসেছে সহজ জয়। সুপার ফোরের লড়াইয়ে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে সূর্যকুমাররা। আজ, বুধবার সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত (India Vs Bangladesh)।
সুপার ফোরে আজকের ম্যাচ জিতলেই ফাইনালের টিকিট পাকা ভারতের। সেই লক্ষ্যেই বাংলাদেশের বিরুদ্ধে নামছেন সূর্যকুমাররা।
জিততে থাকা অবস্থা সাধারণত দলের সাম্যাবস্থা ভাঙা হয় না। ফলে আজ ভারতীয় দলে বদলের সম্ভাবনা কম। বাংলাদেশের বিরুদ্ধেও একই একাদশ মাঠে নামবে। ওপেনিংয়ে অভিষেক শর্মা প্রতিটি ম্যাচেই রান পাচ্ছেন। পাশাপাশি তাঁর স্পিন বোলিংও সাহায্য করবে দলকে। শুভমন গিল দলের সহ অধিনায়ক। ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ তিনি। তিলকও ফর্মে আছেন। চার নম্বরে সূর্যকুমার যাদব, দলের অধিনায়ক। তাঁর ব্যাট চলতে আরম্ভ করলে প্রলয় উঠতে পারে। উইকেটের পিছনে ছন্দে আছেন সঞ্জু স্যামসন। বোলিং বিভাগ সামলাবেন হার্দিক, শিবম দুবে, অক্ষর পটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, বুমরাহরা।
টি-২০ ম্যাচে ভারত ও বাংলাদেশ, দুই দল মুখোমুখি হয়েছে ১৭ বার। তার মধ্যে ভারত জিতেছে ১৬ বার। একবার জয়ী হয়েছে বাংলাদেশ। পাল্লা ভারি টিম ইন্ডিয়ার। বাংলাদেশের ওপেনার সাইফ হাসান ছন্দে আছেন, তাঁকে তাড়াতাড়ি ফেরাতে হবে কুলদীপদের। তৌহিদ হৃদয়, তানজিদ হাসানরা দ্রুত রান করার জন্য পরিচিত। বাংলাদেশের বোলিংয়ে ভারসাম্য রয়েছে। খেলা শুরু রাত ৮টায়। সরাসরি সম্প্রচার দেখা যাবে সোনি স্পোর্টসে।
দৃষ্টিভঙ্গির ফেভারিট ভারত।