AsiaCup2025: প্রথম ম্যাচেই আরব আমিরশাহী কে দুরমুশ করে ৯ উইকেটে জয়ী টিম ইন্ডিয়া
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত ও UAE।
টসে জিতে ফিল্ডিং নেয় ভারত। শুরু থেকেই দ্রুত উইকেট হারাতে থাকে UAE, যেখান থেকে তারা ঘুরে দাঁড়ানোর সুযোগই পায়নি। মাত্র ১৩.১ ওভারে ৫৭ রানে অলআউট হয়ে যায় গোটা দল। UAE এর হয়ে সর্বোচ্চ রান করেন শারাফু (২২) এবং অধিনায়ক ওয়াসিম করেন ১৯ রান। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন স্পিনার কুলদীপ যাদব, ৩টি উইকেট নেন শিবম দুবে। একটি করে উইকেট নেন বুমরাহ, অক্ষর ও বরুণ।
৫৮ রান তাড়া করতে নেমে দ্রুত শুরু করে ভারত। ১৬ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন অভিষেক শর্মা। মাত্র ৪.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৬০ রান তুলে ম্যাচ জিতে নিল ভারত। ক্রিজে ছিলেন শুভমন গিল (২০*) ও অধিনায়ক সূর্য কুমার যাদব (৭*)। ভারতের একমাত্র উইকেটটি নেন জুনাইদ সিদ্দিকী। এশিয়া কাপ ২০২৫ এ জয় দিয়ে শুরু করল ভারত।