Asian Games: স্কোয়াশে পাকিস্তানকে হারিয়ে সোনা জয় ভারতের, দুর্দান্ত লড়াই কলকাতার সৌরভের
পাকিস্তানের মুখের গ্রাস কার্যত ছিনিয়ে নিল ভারত।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে স্কোয়াশে পুরুষদের দলগত বিভাগে সোনা জিতে নিল ভারত। পাকিস্তানের মুখের গ্রাস কার্যত ছিনিয়ে নিল ভারত।
পুরুষদের টিম ইভেন্টে শুরুতে পিছিয়ে পড়লেও ভারতকে সমতায় ফেরান কলকাতার ছেলে সৌরভ ঘোষাল। তারপর দুর্দান্ত লড়াই করে ভারতকে সোনা এনে দেন অভয় সিং।
প্রথম ম্যাচে পাকিস্তানের ইকবাল নাসিরের কাছে ০-৩ সেটে হেরে যান ভারতের মহেশ মানগাঁওকর। দ্বিতীয় ম্যাচ জিতে ভারতকে সমতায় ফেরান সৌরভ, তিনি ৩-০ সেটে হারান পাকিস্তানের আসিম মোহাম্মদ খানের বিরুদ্ধে। ১-১ অবস্থায় তৃতীয় ম্যাচে মুখোমুখি হন ভারতের অভয় সিংহ এবং পাকিস্তানের নুর জামান। তৃতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয়। হারের দোরগোড়া থেকে দুর্দান্ত অ্যাথলেটিজমের পরিচয় দিয়ে পাকিস্তানকে হারিয়ে ভারতের ঘরে সোনা আনলেন অভয় সিং। যা এবারের এশিয়ান গেমসে ভারতের দশম সোনা।