এশিয়ান গেমস ২০২৩: রবিবার দিনের শুরুতেই রূপোর হ্যাট্রিক ভারতের, ব্রোঞ্জও এল রোয়িংয়ে

পুরুষদের এইট ফাইনালেও রূপো জিতেছে ভারতীয় দল।

September 24, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
রবিবার দিনের শুরুতেই রূপোর হ্যাট্রিক ভারতের। ছবি সৌজন্যে: Sportskeeda

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রোয়িংয়ে তিনটি পদক এল ভারতের, রূপো জিতলেন অর্জুনলাল জাট এবং অরবিন্দ সিং। রোয়িং লাইটওয়েট মেনস ডাবলসে রূপো জিতলেন তাঁরা। অন্যদিকে রোয়িংয়ে পুরুষদের কক্সলেস পেয়ার ফাইনালে বাবুলাল যাদব ও লেখ রাম জেতেন ব্রোঞ্জ। পুরুষদের এইট ফাইনালেও রূপো জিতেছে ভারতীয় দল। দলে ছিলেন চরণজিৎ সিং, ডি ইউ পান্ডে, নরেশ কালওয়ানিয়া, নীরজ, নীতেশ কুমার, আশিস, ভীম সিং, যসবিন্দর সিং, পুনিত কুমাররা।

শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে ভারতের মহিলা দল রূপো জয় করেছে। এই দলটির অন্যতমা সদস্যা হলেন বাংলার মেয়ে মেহুলী ঘোষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen