অসমের সেনা ছাউনিতে সন্ত্রাসবাদী হামলা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩০: অসমের সেনা ছাউনিতে হামলা চালালো সন্ত্রাসবাদীরা। জানা যাচ্ছে, তিনসুকিয়া জেলার কাকোপাথার এলাকার এক সেনা ছাউনিতে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসবাদীরা হামলা চালায়। একঘন্টা ধরে চলে গুলিবর্ষণ। গ্রেনেড হামলার জেরে তিন সেনা জওয়ান গুরুতর আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। চলন্ত গাড়ি থেকে গুলি চালানোর ঘটনা ঘটে। এলাকাটি অসম এবং অরুণাচল প্রদেশ সীমান্তের কাছে অবস্থিত, যা ঘিরে উদ্বেগ বাড়ছে।
ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, সেনা ও পুলিশ জঙ্গিদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে। রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ সন্ত্রাসবাদীরা একটি চলন্ত গাড়ি থেকে সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায়। সেনারা পালটা জবাব দেয়। তারপরই সন্ত্রাসবাদীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই হামলায় তিনজন সেনাকর্মী আহত হন। কারও আঘাতই গুরুতর নয়। আপাতত এলাকাটি ঘিরে রেখেছে সেনাবাহিনী। কালীপুজোর আগে এই ভয়াবহ হামলায় দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গেল।