এবার কি পর্ন ইন্ডাস্ট্রিতে অসমের ‘বেবিডল’? মার্কিন তারকা Kendra Lust-এর সঙ্গে অর্চিতার ছবি ঘিরে উত্তাল নেটদুনিয়া

অসমের ইনফ্লুয়েন্সার ‘বেবিডল অর্চি’ অর্চিতা ফুকন এবার আমেরিকার পর্ন তারকা কেন্দ্রা লাস্টের সঙ্গে ভাইরাল ছবিতে শিরোনামে।

July 8, 2025 | 3 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৫৩: সমাজমাধ্যমে ভাইরাল হওয়া আর রাতারাতি তারকা হয়ে ওঠা আজকাল যেন খুব স্বাভাবিক ঘটনা। কখনও গানের গলা, কখনও নাচ, কখনও বা সাহসী ছবি –কিছু না কিছুতে মুহূর্তে লাইমলাইটে আসা যায়। এবার সেই তালিকায় নাম লেখালেন অসমের ‘বেবিডল অর্চি’ (Babydoll Archie) নামেই পরিচিত অর্চিতা ফুকনের।

সম্প্রতি ইনস্টাগ্রামে অর্চিতার একটি রিল ঝড় তুলেছে। রোমানিয়ান গায়িকা কেট লিনের (Kate Linn) জনপ্রিয় গানের তালে ‘ট্রানজিশন’ ভিডিয়ো—সাধারণ পোশাক থেকে আকর্ষণীয় শাড়িতে ধরা দিয়েছেন তিনি। আর তাতেই লক্ষ লক্ষ ভিউ, হু হু করে বেড়েছে তাঁর ফলোয়ারের সংখ্যা। দেশজুড়ে তাঁকে নিয়ে শুরু হয়েছে চর্চা—কে এই অর্চি?

সাহসী অবতারেই সাধারণত ধরা দেন অর্চিতা। ইনস্টাগ্রামে তাঁর ভক্ত সংখ্যা এখন প্রায় সাড়ে আট লক্ষ। রিল ভিডিয়ো ছাড়াও সম্প্রতি আরও এক কারণেও শিরোনামে তিনি।

আমেরিকার জনপ্রিয় প্রাপ্তবয়স্ক তারকা কেন্দ্রা লাস্টের সঙ্গে ছবি পোস্ট করে নেটপাড়ায় ফের ঝড় তোলেন তিনি। পোস্টে লিখেছিলেন— ‘‘প্রথমবার কেন্দ্রার সঙ্গে দেখা, অবিস্মরণীয় অভিজ্ঞতা। ওঁর আত্মবিশ্বাস, সাফল্য এবং পেশাদার মনোভাব আমাকে অনুপ্রাণিত করেছে।’’

অসমের ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকন ও মার্কিন প্রাপ্তবয়স্ক তারকা কেন্দ্রা লাস্টের ভাইরাল ছবি

তবে এখানেই গল্প শেষ নয়। এই ছবি ভাইরাল হওয়ার পরেই শুরু হয় নতুন বিতর্ক। অনেক নেটনাগরিকের দাবি, অর্চিতা আদৌ কোনও বাস্তব মানুষ নন! তিনি নাকি এআই (Artificial Intelligence)-এর তৈরি ডিজিটাল চরিত্র, অর্থাৎ কৃত্রিম মডেল। যদিও কিছু অনুরাগীর দাবি, এই তথ্য ঠিক নয় – অর্চিতা বাস্তবেই আছেন, অসমেরই এক মডেল তিনি।

এত বিতর্কের মধ্যেও অর্চিতার তরফে এ নিয়ে কোনও স্পষ্ট মন্তব্য আসেনি। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও বিষয়টি নিয়ে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

তবে আরও চমকপ্রদ তথ্য সামনে এসেছে। ২০২৩ সালের জুলাইয়ে এক পোস্টে অর্চিতা দাবি করেন, জীবনের এক পর্যায়ে তিনি ছ’বছর ধরে ‘যৌনকর্মী’ হিসেবে কাজ করতে বাধ্য হয়েছিলেন। পরে ২৫ লক্ষ টাকা দিয়ে সেই জীবন থেকে মুক্তি পেয়েছেন তিনি। তবে কীভাবে এই ঘটনা ঘটেছিল বা সেই অর্থ তিনি কাকে দিয়েছেন–সেই বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য মেলেনি।

তবে বর্তমানে অর্চিতাকে ঘিরে জল্পনা তুঙ্গে—তিনি কি সত্যিই রক্ত-মাংসের মানুষ, নাকি নিছক এআইয়ের সৃষ্টি? এই প্রশ্নের জবাব এখনও অধরা।

ছবি: ইনস্টাগ্রাম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen