কর্নাটকের পর এবার অসম, ‘লভ জিহাদ’ রুখতে অস্ত্র প্রশিক্ষণ বজরং দলের

সম্প্রতি অসমের সেই ভিডিয়ো ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে অসমে। ভিডিয়োটি ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে।

August 2, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘লভ জিহাদ’ রুখতে রাষ্ট্রীয় বজরং দলের অস্ত্র প্রশিক্ষণ শিবির। সম্প্রতি অসমের সেই ভিডিয়ো ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে অসমে। ভিডিয়োটি ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে। এ বার চাপের মুখে তদন্তের নির্দেশ দিল অসম পুলিশ। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অসম পুলিসের সিনিয়র অফিসার জিপি সিং। তিনি টুইটারে জানান, দারাংয়ের পুলিস সুপারকে নির্ধারিত বিধি মেনে কেস ফাইল করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভিডিয়োতে দেখা যায়, প্রায় ৩৫০ তরুণকে নিয়ে চলছে অস্ত্র প্রশিক্ষণ। লক্ষ্য, লভ জিহাদ রুখে দেওয়া। বিজেপি এবং উগ্র হিন্দুত্ববাদী একাধিক সংগঠন দাবি করে, মুসলিম সম্প্রদায়ের তরুণেরা প্রেমের জালে হিন্দু মহিলাদের ফাঁসিয়ে তাঁদের ধমান্তরণ করছেন। তাকেই উগ্র হিন্দুত্ববাদীরা নাম দিয়েছেন ‘লভ জিহাদ’।

যাইহোক, ভিডিও প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে বিরোধীরা। ইতিমধ্যেই তাঁরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে চিঠি দিয়ে ওই প্রশিক্ষণ শিবিরের উদ্যোক্তাদের গ্রেপ্তার করার দাবি জানানো হয়েছে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ২০২০ সালে, ‘লভ জিহাদ’ বলে কিছুর অস্তিস্ব আইনে নেই। কিন্তু ‘লভ জিহাদ’ ভাষা প্রায়ই ব্যবহার করতে দেখা যায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen