পুজোর আনন্দে জল ঢালবে ‘অসুর’ বৃষ্টি! পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪২: দুর্গাপুজোর প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনায় জল ঢালতে চলেছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে যে নিম্নচাপের পূর্বাভাস ছিল, তা শুক্রবার সকালে আরও সুস্পষ্ট রূপ নিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় এটি পশ্চিম দিকে সরে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাও ভিজবে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার।
পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিনই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ষষ্ঠীতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। সপ্তমীতে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অষ্টমীতে নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ আরও কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। নবমী ও দশমীতে দুর্যোগ আরও বাড়বে বলে আশঙ্কা।
উত্তরবঙ্গেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য অঞ্চলে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
চতুর্থীর রাতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। ছাতা মাথায় প্রতিমা দর্শন করেছেন অনেকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পঞ্চমী থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। নবমী ও দশমীতে প্রবল দুর্যোগের আশঙ্কা থাকায় পুজোর আনন্দে বাধা পড়তে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।