BJP MP ব্রিজভূষণের বিরুদ্ধে ২টি FIR-এ শ্লীলতাহানির অন্তত ১০টি অভিযোগ

BJP সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে ২টি FIR-এ শ্লীলতাহানির অন্তত ১০টি অভিযোগ

June 2, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: PTI

সহায়তার পরিবর্তে “যৌন সুবিধা” দাবি করার অন্তত দুটি দৃষ্টান্ত এবং যৌন হয়রানির অন্তত ১৫টি ঘটনা যার মধ্যে অনুপযুক্ত স্পর্শের ১০টি পর্ব অন্তর্ভুক্ত, শ্লীলতাহানি যার মধ্যে রয়েছে স্তনের উপর হাত চালানো, নাভি স্পর্শ করা; ধাওয়া সহ ভয় দেখানোর বেশ কয়েকটি উদাহরণ — এবং ভয় এবং আঘাতের চেষ্টা। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান এবং বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে ২৮ এপ্রিল দিল্লি পুলিশের কাছে দায়ের করা দুটি এফআইআর-এ এইগুলি ছিল মূল অভিযোগ।

উভয় FIR-এই IPC ধারা ৩৫৪ (নারীকে তার শালীনতা ক্ষুন্ন করার অভিপ্রায়ে আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ), ৩৫৪A (যৌন হয়রানি), ৩৫৪D (স্টকিং) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য) উল্লেখ করেছে যা ১ থেকে ৩ বছরের কারাদণ্ড বহন করে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen