দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী
দলীয় নেতৃত্ব তাতে সিলমোহর দিয়েছে। মঙ্গলবার বিকেলে উপরাজ্যপালের কাছে কেজরিওয়াল ইস্তফাপত্র জমা দেওয়ার পর নতুন দায়িত্ব তুলে নেবেন অতিশী।
September 17, 2024
|
< 1 min read
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেজরিওয়ালের পদত্যাগের পর কে বসবেন রাজধানীর মসনদে? সিদ্ধান্ত নিয়ে ফেলল আপ নেতৃত্ব। জানা গিয়েছে, মন্ত্রী অতিশী মারলেনাকে মুখ্যমন্ত্রী পদে বসানোর সিদ্ধান্ত নিয়েছেন খোদ কেজরিওয়ালই। দলীয় নেতৃত্ব তাতে সিলমোহর দিয়েছে। মঙ্গলবার বিকেলে উপরাজ্যপালের কাছে কেজরিওয়াল ইস্তফাপত্র জমা দেওয়ার পর নতুন দায়িত্ব তুলে নেবেন অতিশী। এখন তিনি দিল্লির শিক্ষা ও পূর্ত দপ্তরের মন্ত্রী। এবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন তিনি।