যাত্রা শুরু লেখক ও কবি গিল্ডের, বাংলায় এই প্রথম

কবি- লেখকদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়তে হয়। কপিরাইট থেকে রয়্যালটি না পাওয়া। এমনকি বিখ্যাত লেখদের বকেয়া মেটাতেও অস্বীকার করেন অনেক প্রকাশক

July 12, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাংলার লেখক ও কবিদের স্বার্থে আজ পথ চলা শুরু হল এক নতুন সংগঠনের। রথযাত্রার এই শুভদিনে আজ প্রেস ক্লাবে শুভ সূচনা হল লেখক ও কবি গিল্ডের। উদ্বোধন করলেন মহানাগরিক এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন চিত্র পরিচালক গৌতম ঘোষ।

এই নতুন গিল্ডের সভাপতি হলেন নির্বেদ রায়, সহ-সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় এবং স্বপ্নময় চক্রবর্তী। সংগঠনের সাধারণ সম্পাদক দেবারতি মুখোপাধ্যায়। পাশাপাশি এই গিল্ডের পেট্রন থাকবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, প্রফুল্ল রায় এবং অন্যান্য বিশিষ্ট কবি- সাহিত্যিকরা।

গিল্ডের প্রতিষ্ঠাতাদের বক্তব্য, দেশের বিভিন্ন জায়গায় লেখদের স্বার্থে, তাদের সুরক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। কলকাতায় এই প্রথম। গিল্ডটি সেইরকম প্রতিষ্ঠানের মত কাজ করবে।

কবি-লেখকদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়তে হয়। কপিরাইট থেকে রয়্যালটি না পাওয়া। এমনকি বিখ্যাত লেখকদের বকেয়া মেটাতেও অস্বীকার করেন অনেক প্রকাশক। ভবিষ্যতে সাহিত্যিক, কবিদের যাতে এই সব সমস্যার সম্মুখীন হতে না হয় সেই বিষয়গুলির দিকে নজর রাখবে গিল্ড।

কবি, সাহিত্যিকদের হয়ে অধিকারের লড়াই লড়বে গিল্ড।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen