ফের ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ, ইউনুসের বাসভবনের পথে পুলিশের সঙ্গে সংঘর্ষ
বুধবার ঢাকার শাহবাগ থেকে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বাসভবন যমুনার উদ্দেশে ‘লং মার্চ’ শুরু করে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:১০: বাংলাদেশে ফের জ্বলে উঠল ছাত্র আন্দোলন। বুধবার ঢাকার শাহবাগ থেকে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বাসভবন যমুনার উদ্দেশে ‘লং মার্চ’ শুরু করে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পথে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশি বাধার মুখে পড়তেই বিক্ষোভ হঠাৎই রূপ নেয় সংঘর্ষে।
পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ছাত্রদের অভিযোগ, আইনরক্ষীরা নির্বিচারে লাঠিচার্জও করেছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টার প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন।
শাহবাগে সকালে থেকেই তিন দফা দাবিতে জড়ো হয়েছিলেন শিক্ষার্থীরা। স্লোগান তুলতে তুলতে তারা দুপুর ১টার মধ্যে দাবি মানা না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন। তাদের স্লোগান ছিল, ‘আপস নয়, সংগ্রাম’, ‘কোটা প্রথা ভেঙে দাও, মেধাবীদের অধিকার ফিরিয়ে দাও’ ইত্যাদি।
ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মূল তিন দাবি হলো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নামের আগে ‘ইঞ্জিনিয়ার’ উপাধি ব্যবহার বন্ধ করতে হবে। তাদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না। দশম গ্রেডে চাকরির সুযোগ স্নাতক ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন, শিক্ষার্থীদের প্রস্তাব মন্ত্রণালয়ের মাধ্যমে এলে তা সচিব কমিটি সমস্যা নিয়ে আলোচনা করবে। সরকারের পক্ষ থেকে সমাধানের আশ্বাস দেওয়া হলেও পরিস্থিতি আপাতত অগ্নিগর্ভ।