Bangladesh: দোষী সাব্যস্ত হওয়ার আগেই ফের শেখ হাসিনার ফাঁসি চাইল ইউনুস প্রশাসন!

October 16, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১৫: বাংলাদেশে কেবলই বদলার হাওয়া। ইউনুসের অন্তর্বর্তী সরকার গঠনের পর কেবলই বদলার অশনিসংকেত বেজেই চলেছে পদ্মাপাড়ের দেশে। এবার ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানের সময় গণহত্যায় শেখ হাসিনাকে দায়ী করে তাঁর ফাঁসির দাবি করল ইউনুসের প্রশাসন।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধদমন আদালতে চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ফাঁসির দাবি করেন। এ বিষয়ে এখন‌ও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নি ট্রাইব্যুনাল।

জুলাই অভ্যুত্থানে গণহত্যা মামলায় মোট তিনজনকে আসামি দাগিয়ে দিয়ে মামলা দায়ের হয়। এরা হলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তবে বিচার চলার সময়ে মামুন নিজের দোষ স্বীকার করে ‘রাজসাক্ষী’ হিসেবে জবানবন্দি দিয়েছেন।

বিচারপতিদের কাছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দাবি করেন, তাঁরা মনে করেন জবানবন্দিতে তৎকালীন আইজিপি মামুন ঘটনা সম্পর্কে আসল সত্য বর্ণনা করেছেন। এখন মামুনের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা ট্রাইব্যুনালই বিচার করবেন।

তবে রাজনৈতিক কূশলীদের মতে, ইউনুস প্রশাসনের পক্ষে মহঃ তাজুল ইসলাম যে হাসিনা এবং আসাদুজ্জামানের ফাঁসির দাবিতে প্রমাণ হচ্ছে, বঙ্গবন্ধুর বংশধরদের নিকেষ করতেই সচেষ্ট হয়েছে ওপার বাংলার প্রশাসন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen