মিলল ছাড়পত্র, আজ থেকে ব্যাঙ্ক কর্মীরাও উঠতে পারবেন স্টাফ স্পেশাল ট্রেনে

শুক্রবার থেকে শিয়ালদা ডিভিশনের অতিরিক্ত কুড়িটি স্পেশাল ট্রেন চলবে। হাওড়া ডিভিশনে অতিরিক্ত ১২ থেকে ১৫ টি স্টাফ স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।

June 4, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

শুক্রবার থেকে স্টাফ স্পেশাল ট্রেনে ব্যাঙ্ক এবং ডাকঘর কর্মীদের ওঠার অনুমতি দিল রেল। উল্লেখ্য গত ৬ মে থেকে রাজ্যে বন্ধ লোকাল ট্রেন (Local Train) পরিষেবা। সেই সময় মূলত তিনটি ক্ষেত্রের কর্মীদের স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি দিয়েছিল রেল কর্তৃপক্ষ। তারপরই রাজ্য সরকার ও ব্যাঙ্ক কর্মচারীদের সংগঠনগুলি রেলকে আবেদন জানায়।

এতদিন স্বাস্থ্য দপ্তর, পুলিশ এবং কলকাতা হাইকোর্টের কর্মীরাই স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে পারেন। শুক্রবার থেকে আরও দুটি ক্ষেত্রের কর্মীরা এই বিশেষ ট্রেনে ওঠার ছাড়পত্র পেলেন। বাড়তি এই কর্মীদের মসৃণভাবে ট্রেন যাত্রার জন্য অতিরিক্ত স্টাফ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।

শুক্রবার থেকে শিয়ালদা ডিভিশনের অতিরিক্ত কুড়িটি স্পেশাল ট্রেন চলবে। হাওড়া ডিভিশনে অতিরিক্ত ১২ থেকে ১৫ টি স্টাফ স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen