কোড স্ক্যান করে সরাসরি বিধায়ক সায়ন্তিকাকে অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন বরানগরবাসী
কোড স্ক্যান করে গুগল সিটে সরাসরি বিধায়কের কাছে অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন সাধারণ মানুষ।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সদ্য বিধায়ক পদে নির্বাচিত হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবার প্রকৃত অর্থে বরানগরের ঘরের মেয়ে হতে আরও একধাপ এগলেন। যে কোনও সমস্যায় কাউন্সিলারদের পাশাপাশি বিধায়ককেও সরাসরি জানাতে পারবেন শহরবাসী। তার জন্য তৈরি করা হয়েছে কিউআর কোড। সেই কোড স্ক্যান করে গুগল সিটে সরাসরি বিধায়কের কাছে অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন সাধারণ মানুষ। এই অভিযোগ ঘরে বসেই জানানো যাবে। পার্টি অফিসে গিয়ে হত্যে দেওয়ার প্রয়োজন হবে না।
২০১১ সাল থেকে বরানগরে শাসকদলের নিরঙ্কুশ ক্ষমতা। অথচ ২০২৪ সাল পর্যন্ত এখানে বিধায়কের কোনও স্থায়ী অফিস ছিল না। তৃণমূল সূত্রে খবর, পূর্বতন বিধায়ক বিভিন্ন কাউন্সিলারের অফিস, দলীয় কার্যালয় ও পুরসভায় বসতেন। উপ নির্বাচনে প্রার্থী হওয়ার পর সায়ন্তিকা ঘোষণা করেছিলেন, বরানগরে স্থায়ী বিধায়ক কার্যালয় থাকবে। সেখানে ২৪ ঘণ্টা উপস্থিত থাকবেন বিধায়কের প্রতিনিধিরা। যে কোনও সমস্যা নিয়ে মানুষ এলে তার সমাধান করা হবে। সেই কাজ ইতিমধ্যে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু স্রেফ বিধায়কের কার্যালয়ে এসে অভিযোগ নয়, এবার শহরবাসী বাড়িতে বসেই যাতে সমস্যা বা অভিযোগের কথা জানাতে পারেন, তার ব্যবস্থা করতে চলেছেন সায়ন্তিকা। একাংশের দাবি, অনেকেই বিপদে পড়ার আশঙ্কায় এলাকার মাতব্বরদের সামনে দাঁড়িয়ে বিধায়কের কাছে নালিশ করতে চান না। এবার আর সেই সমস্যা থাকবে না।